এফ এ কাপ ( ম‍্যান ইউ - লিভারপুল )!!

in আমার বাংলা ব্লগ11 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ১৮ ই মার্চ , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


Screenshot_2024-03-18-18-50-34-423_com.google.android.youtube.jpg

Sony Liv channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।


বতর্মানে ফুটবল লীগগুলোর মধ্যে সবচাইতে প্রতিযোগিতামূলক লীগ হলো ইংলিশ প্রিমিয়ার লীগ। এছাড়া অন্য লীগ গুলোতে চলে হাতে গোনা একটা বা দুইটা দলের আধিপত্য। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগে প্রায় অর্ধেক দলই ক্ষমতা রাখে অন‍্য দলকে ডমিনেট করতে। এফএ কাপ একটা গুরুত্বপূর্ণ শিরোপা ইংলিশ লীগে খেলা দলগুলার জন্য। এটা সাধারণ নকআউট ম‍্যাচের মাধ্যমে আয়োজন করা হয় প্রতি সিজেনে। গতকাল এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইংলিশ লীগের দুই ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুল এবং ম‍্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুল লীগে ভালো অবস্থানে থাকলেও ম‍্যান ইউনাইটেডর অবস্থা একেবারে শোচনীয় বলতে হয়। সেজন্য খুব সহজেই অনুমান করা যাচ্ছিল ঠিক কী হতে পারে। আমি নিজেও ভেবেছিলাম লিভারপুল একেবারে যাচ্ছেতাই ভাবে হারাবে ম‍্যান ইউকে।


Screenshot_2024-03-18-18-51-38-607_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-18-18-51-25-592_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-18-18-51-14-049_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-18-18-50-46-004_com.google.android.youtube.jpg


কিন্তু এটা ফুটবল। আর ঐ প্রথমেই বললাম ইংলিশ প্রিমিয়ার লীগ সবসময়ই জমজমাট। ম‍্যাচ টা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে নয় টাই। আমি আগে থেকে রেডি হয়ে বসে গেলাম আমার ল‍্যাপটপ নিয়ে খেলা দেখতে। তার উপর রবিবার হওয়াই আবার রবিবারের আড্ডা ছিল কমিউনিটিতে। ওটাতে জয়েন হলেও খুব একটা মনোযোগ ছিল না। যাইহোক ম‍্যাচ টা ছিল ইউনাইটেডের ঘরের মাঠে। ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামে ম‍্যান ইউনাইটেড অন‍্যদিকে লিভারপুল এর ফর্মেশন ছিল সেই চিরচেনা ৪-৩-৩। ম‍্যাচের শুরুতেই মাএ ১০ মিনিটের মাথায় অসাধারণ একটা গোল করে মেকটমিনে। সত্যি বলতে ঐ গোলটা রীতিমতো আমাকে অবাক করে দেয়। যদিও লিভারপুলও ছেড়ে দেয়নি। আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। অবশেষে ম‍্যাচের ৪৪ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ম‍্যাক অ‍্যালিস্টার এর শর্টে ডিফ্লেকশন হয়ে বল জড়ায় ইউনাইটেডর জালে। এবং লিভারপুল ম‍্যাচে ১-১ গোলের সমতা নিয়ে আসে।


Screenshot_2024-03-18-18-52-39-348_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-18-18-52-30-604_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-18-18-52-14-379_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-18-18-52-09-858_com.google.android.youtube.jpg


এর ঠিক দুই মিনিট পরেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোহাম্মদ সালাহ গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় লিভারপুল। আমার তখন মনে হচ্ছিল হ‍্যা এবার ঠিক আছে হা হা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুই দলই দেখে খেলছিল। কেউই আর গোল করতে পারছিল না। মনে হচ্ছিল লিভারপুল ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়বে। কিন্তু ভাবতে পারিনি তখনও ম‍্যাচের আসল মজা টা বাকি আছে হা হা। একেবারে শেষ দিকে ম‍্যাচের ৮৭ মিনিটে গোল করে বসে এন্টোনি। এটা রীতিমতো অবাক করা। কারণ এন্টোনি ইউনাইটেড এর একটা ফ্লপ সাইনিং এটা সবাই ধরে নিয়েছে। ওর এই গোল সমতা নিয়ে আসে ম‍্যাচে। এরপর অতিরিক্ত সময়ের লাস্ট মিনিটে অসাধারণ একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রাশফোর্ড। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম‍্যাচের আসল মজা আসে তখন। অবস্থা টা এমন দাঁড়ায় এ বলে আমায় দেখ ও বলে আমি তাহলে কম কোথায় হা হা।


Screenshot_2024-03-18-18-54-05-612_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-18-18-54-00-010_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-18-18-53-41-294_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-18-18-52-55-303_com.google.android.youtube.jpg


১০৫ মিনিটে লিভারপুলের হয়ে এলিয়ট গোল করে লিভারপুল কে লিড নিয়ে এসে দেয়। কিন্তু তার জবাবে মাএ ৭ মিনিট পর ১১২ মিনিটে রাশফোর্ড গোল করে আবার সমতা নিয়ে আসে। ম‍্যাচে তখন ৩-৩ গোলের সমতা। আমার মনে হচ্ছিল ম‍্যাচটা হয়তো টাইব্রেকারে যাবে। কিন্তু এমন হতে হতে হঠাৎ ম‍্যাচের একেবারে শেষে গিয়ে একেবারে নাটকীয়ভাবে ১২১ মিনিটে গোল করে ইউনাইটেডের আমাদ। এবং ম‍্যাচে তখন ৪-৩ গোলে এগিয়ে যায় ম‍্যান ইউনাইটেড। লিভারপুলের আর কিছু করার ছিল না। কারণ ম‍্যাচ ওখানেই শেষ হয়ে যায়। ইংলিশ লীগের এই দুইটা দলই আমার বেশ পছন্দের। সেজন্য আমি সরাসরি কাউকে সাপোর্ট না করলেও খেলাটা বেশ উপভোগ করেছি। বলতে গেলে বেশ অনেকদিন এইরকম খেলা দেখিনা।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

কি একটা খেলা দেখলাম রাতে। আসলেই এই ম্যাচটা আমার কাছে সেরা ছিল। তখন ম্যানচেস্টার ইউনাইটেড গোল করল ভাবলাম তাহলে তারা ফর্মে ফিরছে। আবার যখন লিভারপুল দুইটা গোল পরপর দিয়ে দিল তখন ভাবলাম খেলা এখানেই বোধহয় শেষ। কিন্তু না এক্সট্রা টাইমে খেলা গড়ালো। তারপর কি একটা কামব্যাক করল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কাউন্টার অ্যাটাকের মধ্যে খেলা হলে খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ সুন্দর একটি ম্যাচের রিভিউ প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95751.15
ETH 2807.74
SBD 0.67