শেষ মূহুর্ত্তের গোলে জয়!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
রিয়াল মাদ্রিদ ক্লাবটা বতর্মানে খুবই সংকটে রয়েছে। খেলোয়ার সংকটে। সিজেনে একের পর এক ইঞ্জুরিতে পড়ছে স্কোয়াডের খেলোয়ার রা। সর্বশেষ সেন্টার ব্যাক ডেভিড আলাবা এবং রুডিগের ইঞ্জুরিতে পড়লে ভয়াবহ এক সংকট তৈরি হয়। রিয়াল মাদ্রিদের স্কোয়ার্ডে এখন সেন্টার ব্যাক বলতে শুধু তরুণ রাহুল অ্যাসেনসিও। এর উপর সামনে রয়েছে মাদ্রিদ ডার্বি এবং উয়েফা চ্যাম্পিয়নলীগে ম্যানসিটির সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ। গতকাল রাতে কোপা দেল রে এর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল আরেক স্প্যানিস ক্লাব লেগানেস। এই সিজেনে এই দলটা ইতিমধ্যে বার্সেলোনা এবং অ্যাতলেটিকো মাদ্রিদ কে পরাজিত করেছে। গতকাল একটু ভিন্ন স্কোয়ার্ড নিয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ।
যেখানে দলের মেইন খেলোয়ার ভিনিসিয়াস, বেলিংহাম, এমবাপ্পে কে বিশ্রাম দিয়েছিল কার্লো আনচেলওি। যদিও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিল ভিনিসিয়াস। ডিফেন্স লাইনে ছিল দুই তরুণ রাহুল অ্যাসেনসিও এবং জ্যাকোবো রামোন। অন্যদিকে শুরুর একাদশে ছিল এন্ড্রিক ফিলিপে এবং আর্দা গুলার। যাইহোক ম্যাচটা শুরু হয় বাংলাদেশ সময় রাত ২ টাই। রিয়াল মাদ্রিদ ৪-৩-৩ ফর্মেশনে খেলতে নামে। যদিও ব্রাহিম দিয়াজ রাইট উইং এর পরিবর্তে খেলেছিল লেফট উইং এ। ম্যাচের প্রথম থেকেই বেশ গুছিয়ে খেলার চেষ্টা করতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে ম্যচের একেবারে শুরুতেই দারুণ একটা আক্রমণ করে লেগানেস। তবে আন্দ্রে লুনিন দারুণ সেভ দেয়। এভাবে বেশ কিছুক্ষণ খেলা চলতে থাকে। লেগানেস। বেশ দারুণ কিছু পজেটিভ আক্রমণ করলেও রিয়াল মাদ্রিদ খুব একটা সুবিধা একেবারেই করতে পারছিল না।
ম্যাচের ১৮ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে দারুণ একটা গোল করে লুকা মদ্রিচ। লুকা মদ্রিচের গোলে ০-১ গলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এর কিছুক্ষণ পরে ম্যাচের ২৫ মিনিটে গোল করে এন্ড্রিক। এন্ড্রিকের গোলে পুরোপুরি ০-২ গোল এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আরও বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো থেকে গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৯ মিনিটে ডিবক্সের মধ্যে জ্যাকোব রামোন এর হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেয়। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় লেগানেস। শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস নামলে আক্রমণ আরও বেশি করতে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু কোন ফলাফল আসছিল না। উল্টা ম্যাচের ম্যাচের ৫৯ মিনিটে আরেকটা গোল করে লেগানেস। ম্যাচ চলে আসে ২-২ এর সমতায়।
খেলা তখনও প্রায় ৩০ মিনিট বাকি। দুই দলই আক্রমণ করছিল। বিশেষ করে লেগানেস দারুণ কিছু আক্রমণ করে কিন্তু গোল করতে পারেনি। অন্যদিকে আক্রমণভাগে ভিনিসিয়াস একের পর এক আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা করছিল। কিন্তু খুব একটা লাভ হয়নি। ম্যাচের একেবারে শেষ মূহুর্ত্তের খেলা চলছে। অতিরিক্ত সময়ের শেষ মিনিট তখন। ডিবক্সের বাইরে বেশ গুছিয়ে পাসিং ফুটবল খেলতে খেলতে লেগানেস ডিবক্সে ডুকে যায় মাদ্রিদের খেলোয়ার রা। দারুণ একটা বল মাইনাস করে ব্রাহিম দিয়াজ এবং সেই বল থেকে হেড দিয়ে চমৎকার একটা গোল করে গঞ্জালো গার্সিয়া। একেবারে শেষ মূহূর্তের গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এখন কোপা দেল রে এর সেমিফাইনালে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.