Super Walk বিগত এক সপ্তাহের এক্টিভিটিজ!!

in আমার বাংলা ব্লগ4 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ১ লা জানুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000570738.png


আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশাকরি নতুন বছরটা সবার অনেক ভালো যাবে। সবাই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবেন। একটা সময় ছিল যখন আমাদের যোগাযোগ ব‍্যবস্থা খুব একটা ভালো ছিল না। মানুষ এক শহর থেকে অন্য শহর এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র হেঁটেই চলে যেত। কিন্তু এখন মানুষ প্রয়োজনে আর হাঁটে না। এখন মানুষ হাঁটে নিজের শরীর সুস্থ্য রাখতে। Super walk অ‍্যাপস টা বেশ দারুণ। আগে বেশ কিছু বিষয়ে আমার ধারণা ছিল না। কিন্তু এখন আমার একটা হিসেব চলে এসেছে আমার রুম থেকে আমার অফিস যেতে হলে ঠিক কত স্টেপ হাঁটতে হয় হা হা।


1000570737.jpg

1000570736.jpg

1000570735.jpg


গত সপ্তাহে মোটামুটি বেশ ভালো পরিমাণ হেঁটেছিলাম আমি । তবে এই সপ্তাহে আমার হাঁটতে হয়েছে কিছুটা বেশি। এর অবশ‍্য কিছু কারণ আছে। এরমধ্যে প্রথম কারণ হলো এই সপ্তাহে আমাকে একটু দৌড়াদৌড়ি বেশি করতে হয়েছে আমার প্লান্টের মধ্যে। আর এখন অবস্থা টা এমন এক স্টেপ হাঁটলে সেটাও কাউন্ট করে এই super walk. এই সপ্তাহের শুরুতে আমার একাউন্টে সুপার কয়েন ছিল মাএ ৩০০০। এটা অন‍্যদের তুলনায় বেশ কিছুটা কম যদিও। গত সপ্তাহে প্রতিদিন আমি গড়ে ৬০০০ থেকে ৮০০০ স্টেপ হেঁটেছি। আর সেই অনুসারে বৃদ্ধি পেয়েছে আমার কয়েন এবং সুপারম‍্যানি।


1000570734.jpg

1000570733.jpg


এইরকম নিয়মিত হাঁটার জন্য এই সপ্তাহ শেষে এসে আমার একাউন্টে ৫০০০ এর মতো সুপার কয়েন এবং
১৭০ টার মতো সুপারম‍্যানি যুক্ত হয়েছে। মোটামুটি এটা বেশ ভালো একটা দিক। অন‍্যদিকে আমি সুপারকয়েন এবং ম‍্যানি খরচ করে বেশ কিছু চলমান ড্র তে অংশগ্রহণ করি। কিন্তু সেগুলো থেকে কাঙ্ক্ষিত সেরকম কিছু পাইনি। যদিও একটা সম্ভাবনা ছিল। যাইহোক সেটা কোন বড় ব‍্যাপার না। সবমিলিয়ে এই সপ্তাহে এই ছিল আমার এক্টিটিভিজ। আগামী সপ্তাহে পূণরায় একসপ্তাহের এক্টিটিভিজ নিয়ে ফিরে আসব।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 3 days ago 

বাহ! গত সপ্তাহে তো প্রতিদিনই বেশ ভালো পরিমাণ হাটাহাটি করা হয়েছে আপনার। সে কাজের প্রয়োজনেই হোক আর যাই হোক,! প্রায় ২০০০ সুপার কয়েন যুক্ত হয়েছে এক সপ্তাহের ব্যবধান এই! বেশ ইম্প্রেসিভ।

 2 days ago 

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে ভালোই হাঁটাহাঁটি করেছেন।Super Walk চালু হওয়ার কারণে মোটামুটি বোঝা যাচ্ছে সবাই কম বেশি হাঁটাহাঁটি করে। আসলে মানুষ একসময় এক শহর থেকে অন্য শহর পর্যন্ত হেঁটে গেলেন। ধন্যবাদ সুন্দর করে Super Walk পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 12 hours ago 

Nominated 💧

অবশ্যই করণীয়: SuperWalk এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( ) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।
নোট: Buy করা NFT পুনরায় মার্কেটে sell করতে পারবেন।

আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।

টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd

 9 hours ago 

ঠিক আছে ভাই।।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.26
JST 0.040
BTC 97807.69
ETH 3616.29
USDT 1.00
SBD 3.38