শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ!!

in আমার বাংলা ব্লগ2 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ২০ ই জানুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000572276.jpg


বেশ লম্বা একটা গ‍্যাপ শেষে লা লীগা এর খেলা শুরু হয়েছে। এই সপ্তাহে দলগুলো তাদের ২০ তম ম‍্যাচ খেলতে নেমেছিল। গতকাল রাতে ছিল রিয়াল মাদ্রিদের ম‍্যাচ। তবে ইঞ্জুরি এবং নিষেধাজ্ঞার জন্য মদ্রিচ, ভিনিসিয়াস, চুয়োমিনিদের ছাড়াই মাঠে নামতে হয় রিয়াল মাদ্রিদকে। তবে দীর্ঘ ৩৯৯ দিন পরে ইঞ্জুরি থেকে রিকভারি করে এই ম‍্যাচে ফিরেছিল ডেভিড আলাবা। ম‍্যাচ টা ছিল বাংলাদেশ সময় রাত ৯ টাই। আমার একটা অনলাইন ক্লাস ছিল। মোটামুটি দ্রুত অনলাইন ক্লাস শেষ করে আমি খেলা দেখতে বসে যায়। কার্লো আনচেলওি তার দলকে এই ম‍্যাচে ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামায়। অন‍্যদিকে প্রতিপক্ষ লাস পালমাস এর ফর্মেশন ছিল ৪-১-৪-১। গতকাল বার্সেলোনা এবং অ‍্যাতলেটিকো মাদ্রিদ দুই দলই পয়েন্ট হারিয়েছে। সুতরাং এই ম‍্যাচ জিতলে টেবিল টপার হওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের।


1000572251.jpg

1000572254.jpg

1000572256.jpg

1000572257.jpg


যথা সময়ে শুরু হয় ম‍্যাচ। তবে প্রথমে মিনিটেই চমক দেয় লাস পালমাস। ম‍্যাচের মাএ ১ মিনিটের মাথায় ফাবিও সিলভার গোলে এগিয়ে যায় লাস পালমাস। তবে তারপরই যেন রিয়াল মাদ্রিদ খেলায় ফিরে আসে। একের পর এক আক্রমণ করতে থাকে। ম‍‍্যাচের ১৭ মিনিটে রদ্রিগো কে ডিবক্সের মধ্যে ফাউল করে লাস পালমাস ডিফেন্ডার। ফলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে সফল কিক নিয়ে গোল করে রিয়াল মাদ্রিদ কে ম‍্যাচে ফিরিয়ে নিয়ে আসে কিলিয়ান এমবাপ্পে। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সামনে একপ্রকার অসহায় হয়ে পড়ে লাস পালমাস। ম‍্যাচের ৩৩ মিনিটে লুকাস ভাজকেজ এর অ‍্যাসিস্টে গোল করে ব্রাহিম দিয়াজ। ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।


1000572258.jpg

1000572260.jpg

1000572261.jpg

1000572266.jpg

1000572267.jpg


এরপর আবার আক্রমণ শুরু করে রিয়াল মাদ্রিদ। ম‍্যাচের ৩৬ মিনিটে রদ্রিগোর অ‍্যাসিস্টে দারুণ এক গোল করে কিলিয়ান এমবাপ্পে। এটা ছিল ম‍্যাচে তার দ্বিতীয় গোল। এমবাপ্পের গোলে ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম‍্যাচের ৪২ মিনিটে আরেকটা গোল করে কিলিয়ান এমবাপ্পে তবে সেটা অফসাইডের জন্য বাতিল হয়। প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। রিয়াল মাদ্রিদ যথারীতি আবার আক্রমণ শুরু করে। সেই তুলনায় পালমাস সেরকম প্রতিরোধ গড়ে তুলতে পারছিল না বললেই চলে। ম‍্যাচের ৫৭ মিনিট। ফেরান গার্সিয়া এর অ‍্যাসিস্টে সুন্দর এক ফিনিশ করে গোল করে রদ্রিগো। রিয়াল মাদ্রিদ পুরোপুরি ৪-১ গোলে এগিয়ে যায়।


1000572277.jpg

1000572281.jpg

1000572285.jpg

1000572284.jpg


তবে এরপর রিয়াল মাদ্রিদ যেন তাদের আক্রমণ আরও বৃদ্ধি করতে থাকে। ম‍্যাচের ৭৩ মিনিটে বেলিংহাম এবং ৮৬ মিনিটে ভালভার্দে দুইটা গোল করে। তবে সেই দুইটা গোলই অফসাইডের জন্য বাতিল হয়। ম‍্যাচে মোট ৩ টা গোল বাতিল হয় রিয়াল মাদ্রিদের। ম‍্যাচের বাকি সময়ে আরও কিছু আক্রমণ চালালেও গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে লা লীগায় ২০ ম‍্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৬। অন্যদিকে সমান ম‍্যাচে ৪৪ ও ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে অ‍্যাতলেটিকো ম‍াদ্রিদ এবং বার্সেলোনা। লীগে এখনও ১৮ টা ম‍্যাচ বাকি। আশাকরি মাদ্রিদ আর কোন পয়েন্ট ড্রপ করবে না এবং শীর্ষস্থান ধরে রাখবে।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 2 days ago 

Daily task

1000572312.jpg

1000572311.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আসলে এটা ভালো বিষয় যে অবশেষে রিয়াল মাদ্রিদ নাম্বার ওয়ান এ নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ এর হেরে যাওয়ার কারণে রিয়াল মাদ্রিদের জন্য এই কাজটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে।

 2 hours ago 

এতগুলো খেলোয়াড় ইঞ্জুরিতে অর্থাৎ পুরো দায়িত্ব
রিয়াল মাদ্রিদের উপর ছিল বোঝা যাচ্ছে।আপনার রিভিউ পড়ে বুঝলাম রিয়াল মাদ্রিদের দল খেলাতে জিতেছে।তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলাটি করেছেন,ভালো লাগলো জেনে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105501.72
ETH 3331.30
SBD 4.03