আমার সংগ্রহে থাকা বইয়ের ফটোগ্রাফি ( পর্ব- ১ )!!

in আমার বাংলা ব্লগlast month


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ মঙ্গলবার, ১৪ ই জানুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000570584.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। সময় কী দ্রুত চলে যায়। সময়ের সাথে বদলে যায় আমাদের অভ‍্যাস আমাদের রুচি। ২০২৪ এ আমি অনেক গুলো বই সংগ্রহ করেছি। যদিও এর পরিমাণ আমি আরও বৃদ্ধি করতে পারতাম কিন্তু অর্থ সংকটের জন্য পারিনি। ২০২৪ এ যে বই গুলো পড়েছি সেগুলো বেশ চমৎকার ছিল। বেশ কিছু বই তো জীবনের প্রতি আমার চিন্তা ভাবনা পাল্টে দিয়েছে। আমার সংগ্রহে থাকা বইগুলোর ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তবে এটা শেয়ার করে নিব তিনটা ভিন্ন ভিন্ন পর্বে। যদিও আরও বেশি পর্ব করা যেত আমার কাছে বই নেই। বইগুলো সব বাড়িতে। আপাতত কাছে যে ফটোগ্রাফি গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব।



1000570526.jpg


  • প্রথমেই বলি এই দুইটা বইয়ের কথা। বাংলাদেশের মৌলিক থ্রীলার লেখকদের মধ্যে মোহাম্মদ নাজিম উদ্দিন স‍্যার অন‍্যতম। বলতে হয় উনি বতর্মান সময়ের সবচাইতে জনপ্রিয় লেখক। রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি। এটা একটা ক্রাইম থ্রীলার বই। এখন পযর্ন্ত বইটার দুইটা পার্ট বের হয়েছে। এই বইটা নিয়ে হইচই ওটিটি প্লাটফর্মে একটা সিরিজও নির্মাণ করা হয়েছে।


1000570527.jpg


  • শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অন‍্যতম সেরা একটা উপন‍্যাস। এই বইটা একদিন নীলক্ষেত থেকে হঠাৎ কিনে নিয়ে এসেছিলাম। যদিও বইটা সম্পর্কে জানতাম অনেক আগে থেকে। সত্যি বলতে অসাধারণ একটা উপন‍্যাস এইটা। একটা উপন‍্যাসের মধ্যেও অনূভুতি গুলো এতো দারুণ ভাবে কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে এই উপন‍্যাসে। সেটা না পড়লে আপনি বুঝতে পারবেন না।


1000570528.jpg


  • সমরেশ মজুমদার একজন নামকরা কথা সাহিত‍্যিক। উনার বই আমি খুব একটা পড়িনি। তবে উনার এই থ্রীলার বইটা কিনেছিলাম। এবং এই বইটা পড়ার পরে বেশ দারুণ লেগেছিল আমার কাছে। আট কুঠুরি নয় দরজা অসাধারণ একটা পলিটিক‍্যাল থ্রীলার বই।


1000570529.jpg


  • এখন পযর্ন্ত আমার সবচাইতে পছন্দের লেখক হলেন বিভূতিভূষণ বন্দোপ‍াধ‍্যায়। উনার উপন‍্যাস গুলো আমার খুবই পছন্দের। নীলক্ষেত থেকে উনার এই ভয়সমগ্র কিনেছিলাম। অনেক গুলো ছোট গল্প রয়েছে এই বইটার মধ্যে। অল্প কয়েকটা পড়েছি কিন্তু সবগুলো এখনও পড়া হয়ে উঠেনি। ভূত নিয়ে ছোটবেলা থেকেই একটা কৌতূহল ছিল আমাদের।।


1000570530.jpg


  • তারানাথ তান্ত্রিক এটা বাংলা সাহিত‍্যের অনন‍্য একটা উপন‍্যাস। বিশেষ করে বলতে হয় এটার স্টোরি প্লট একেবারে আলাদা। তারানাথ তান্ত্রিকের জীবনের অনেক গল্প নিয়ে লেখা এই বইটা। আমার খুব পছন্দের একটা বই এইটা। যারা একটু রোমাঞ্চ পছন্দ করেন ভয় পেতে ভালোবাসেন তারা এই বইটা পড়তে পারেন।


1000570531.jpg


  • ফাল্গুনী মুখোপাধ‍্যায় এর বই পড়তে আমাকে সাজেস্ট করেছিলেন আমার এক স‍্যার। স‍্যারের কথা শুনেই উনার কয়েকটা বই আমি কিনেছিলাম। সত্যি বলতে ঐরকম আগ্রহ নিয়ে কখনও উনার বই পড়া হয়নি। তবে এই শাপমোচন বইটা আমার সংগ্রহে রয়েছে। কোন একদিন সময় করে শুরু করে দেব।


1000570532.jpg


  • বলা হয় বিভূতিভূষণ বন্দোপাধ‍্যায়ের এই উপন‍্যাস টা নাকি অনেক বছর আড়ালে ছিল। আগেই বলেছি উনার উপন‍্যাস আমার অনেক ভালো লাগে। এইজন্য কোন সুযোগ দেয়নি। একদিন নীলক্ষেত থেকে বইটা সংগ্রহ করে ফেলি। যদিও এই বইটা আমি এখন পযর্ন্ত পড়িনি। তবে আমার সংগ্রহে রয়েছে।


1000570584.jpg


  • ২০২৪ সালের শুরুটা হয়েছিল সফর বইটা দিয়ে। সফর ছিল ২০২৪ সালে পড়া আমার প্রথম বই। অসাধারণ একটা কাহিনি নিয়ে বইটা লেখা। বইটার লেখক ইমরান কায়েস পেশায় একজন ডাক্তার হলেও বতর্মানে উনি লেখক হিসেবে বেশি পরিচিত। এই বই মেলায় উনার বইয়ের অপেক্ষায় রয়েছি আমি।




সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 last month 

আপনার পছন্দের তারিফ করতে হয়। আমিও প্রচন্ড রোমাঞ্চ বা থ্রিলার পড়তে ভালোবাসি। সেই হিসেবে দেখতে গেলে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি বইটা আমার দারুন লেগেছিল তবে গল্পটা একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। তারানাথ তান্ত্রিক তো আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র। এবং গল্পগুলো বহুবার পড়েছি। শেষের কবিতার মত উপন্যাস বোধহয় সাহিত্যে খুব কমই রয়েছে। আপনার সংগ্রহ কিন্তু অসাধারণ।

 last month 

ধন্যবাদ আপু। পরবর্তী দুই পর্বে আরও বেশ কিছু শেয়ার করব।

 last month 

Daily task

1000571862.jpg

1000571858.jpg

1000571857.jpg

1000571856.jpg

 last month 

ভাইয়া আপনার সংগ্রহে থাকা বেশকিছু বই দেখতে পেলাম।আমার সংগ্রহে ও অনেক বই আছে।সমরেশ মজুমদারের বই কেনা হয়েছে আমার আর পড়া ও হয়েছে।তবে রবীন্দ্রনাথের আর শরৎচন্দ্রের বই আমার বেশ কঠিন মনে হয়।তবে ফাল্গুনী মুখোপাধ্যায়ের বই ও পড়া হয়েছে আমার।আর হুমায়ুন আহমেদের বই তো সবই পড়েছি। আপনার শেয়ার করা বইয়ের ফটোগ্রাফি ও অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আপনার প্রিয় লেখক জেনে বেশ ভালো লাগলো তবে তার লেখা বই আমার তেমন পড়া হয়ে ওঠেনি কিন্তু সমরেশ মজুমদারের বই কয়েকটা পড়েছিলাম উনিও বেশ ভালই লিখে থাকেন বলতে পারেন আমার পছন্দের লেখক। যাইহোক আপনার সংগ্রহে থাকা বইগুলো দেখে ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। সময় পেলেই বই পড়ে থাকি। তবে আপনি দেখতেছি আমার থেকেও বেশি পড়েন। আপনার জন্য শুভকামনা রইল ভাই। বইয়ে প্রেম,বইয়ে জীবন।

 last month 

আপনার সংগ্রহে তো অনেক বই রয়েছে দেখছি। জনপ্রিয় লেখকদের বইগুলো দেখে ভালো লাগলো। "দুই বাড়ি"এটা সম্পর্কে আমিও শুনেছিলাম তবে পড়া হয়নি। ভালো লাগলো আপনার বইয়ের ফটোগ্রাফি গুলো দেখে। নতুন কিছু বইয়ের নাম জানতে পারলাম। বাকি ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ভাইয়া আপনার সংগ্রহে তো অনেক বিখ্যাত লেখকদের বই দেখতে পেলাম । বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি দেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা অনেক জনপ্রিয় তবে এখন ও আমার পড়া হয়নি। আপনার পোস্টের মাধ্যমে অনেক নতুন বইয়ের নাম ও জানতে পারলাম।বাকি বইয়ের ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম। সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

তোমার বইয়ের সংগ্রহশালা দেখে সত্যিই ভালো লাগলো। একটা সময় আমিও প্রচুর গল্প উপন্যাস পড়তাম এবং বেশ কিছু বই আমার সংগ্রহে ছিল। বিশেষ করে থ্রিলার এবং ভৌতিক গল্পগুলো বেশি ভালো লাগতো। তোমার সংগ্রহে থাকা প্রতিটি বই দেখে সত্যিই ভালো লাগলো, আশাকরি বইগুলো পড়ার মাধ্যমে তোমার জীবনের গতিপথ সৌন্দর্যমণ্ডিত হবে।

 last month 

আপনার সংগ্রহে থাকা বইয়ের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। জনপ্রিয় লেখকদের বই গুলো দেখে অনেক অনেক ভালো লাগলো। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অন‍্যতম সেরা উপন‍্যাস। এই উপন‍্যাসটি বেশ দারুন আমি কয়েকবার পড়েছি। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

আপনার কাছে তো দেখছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক বই রয়েছে। আপনার বইয়ের কালেকশন ভালো তা আগে শুনেছি। এখন দেখছি আপনার কাছে বেশ ভালো ভালো কয়েকটি বই রয়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথের শেষের কবিতা বা তারানাথ তান্ত্রিক ইউনিক কালেকশন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95505.15
ETH 2783.12
SBD 0.67