পয়েন্ট হারালো মাদ্রিদ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Bein sports থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
পঁচা শামুকে পা কাটা এই কথাটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। আবার অনেক ক্ষেত্রে এই প্রবাদ টা আমরা অনেকেই ব্যবহার করি। গতকাল রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল টেবিলের নিচের দল স্প্যানিওল এর সাথে। ম্যাচটা ছিল স্প্যানিওল এর ঘরের মাঠে। আশা করেছিলাম রিয়াল মাদ্রিদ ম্যাচটা খুব সহজেই ম্যাচটা জিতে তিনটা পয়েন্ট অর্জন করবে। কিন্তু রিয়াল মাদ্রিদ গতকাল ম্যাচটা হেরে গিয়েছে একেবারে অনাকাঙ্খিত ভাবেই। আর সবচাইতে বড় ব্যাপার হলো রিয়াল মাদ্রিদের জন্য সবচাইতে বড় খারাপ সংবাদ। গতকাল রিয়াল মাদ্রিদের ডিফেন্সের স্তম্ভ রুডিগের ম্যাচের ১৫ মিনিটে ইঞ্জুরির জন্য মাঠ ছাড়ে। আগে থেকেই দলে রয়েছে ইঞ্জুরি এর সমস্যা।
যাইহোক গতকাল রিয়াল মাদ্রিদ ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামে। সঠিক সময়ে ম্যাচটা শুরু হয়। যথারীতি অন্যদিনের মতো ম্যাচের শুরুতেই একেবারে অগোছালো ছিল রিয়াল মাদ্রিদের খেলা। তবে কিছুক্ষণ এর মধ্যেই রিয়াল মাদ্রিদ খেলোয়ার রা খেলায় ফিরে আসে। তবে ম্যাচের ১৫ মিনিটে ইঞ্জুরির জন্য মাঠ ছাড়ে রুডিগের। রুডিগের এর জায়গাই মাঠে নামে রাহুল অ্যাসেনসিও। ম্যাচের ২১ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ একটা গোলা করে ভিনিসিয়াস জুনিয়র। তবে ফাউল এর জন্য সেই গোলটা বাতিল হয়ে যায়। এরপরে আবার খেলা শুরু হয়। একেবারে লো ব্লকে খেলতে থাকে স্প্যানিওল। রিয়াল মাদ্রিদ কে বক্সে ঢোকার কোন সুযোগ তারা দিচ্ছিল না। তারপরও বেশ কিছু ভালো চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। কিন্তু স্প্যানিওল গোলরক্ষক দারুণ কিছু সেভ দেয়।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় একেবারে গোলশূণ্য ভাবে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বেশ গুছিয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ফলাফল দারুণ কিছু আক্রমণ বিল্ড আপ করে। কিন্তু শেষমেশ সেই স্প্যানিওল গোলরক্ষক বাঁধা হয়ে দাঁড়ায়। বেশ কয়েকটা ফ্রি কিক পেয়েছিল রিয়াল মাদ্রিদ একেবারে ডিবক্সের বাইরে থেকে। কিন্তু সেগুলো থেকে কোন গোল করতে পারেনি। সময় যতই যেতে থাকে রিয়াল মাদ্রিদ গোলের জন্য মরিয়া হতে থাকে এবং আক্রমণ বৃদ্ধি করতে থাকে। ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপ্পে কে বাজেভাবে ফাউল করে কার্লোস রোমেরো। তবে রেফারি তাকে লাল কার্ড দেয়নি। এভাবেই খেলা এগিয়ে যেতে থাকে। ম্যাচের ৮৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় স্প্যানিওল। কাউন্টার অ্যাটাক থেকে গোল করে কার্লোস রোমেরো। কার্লোস রোমেরোর এই গোলে ম্যাচে ১-০ তে পিছিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচে পিছিয়ে যাওয়ার পরে আরও দারুণ কিছু আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু কোন লাভ হয়নি। কোন গোলের দেখা পাইনি রিয়াল মাদ্রিদ। শেষমেশ ম্যাচটা হেরে যায় তারা। পয়েন্ট হারিয়ে ফেলে। এই ম্যাচে হারার পরে টেবিলের শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে তাদের পয়েন্ট ব্যবধান মাএ ১। সিজেনে এখনও বেশ অনেকগুলো ম্যাচ রয়েছে । এই অবস্থায় পয়েন্ট হারানো মোটেও মেনে নেওয়া যায় না। এবার লা লীগা শিরোপার লড়াই একেবারে জমে উঠেছে। এখন দেখতে হবে শেষ পযর্ন্ত কী হয়। তবে এমন দলের সাথে পয়েন্ট হারানোর ব্যাপার টা মোটেই ভালো কিছু না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.
রিয়াল মাদ্রিদ যে, এভাবে পয়েন্ট হারাবে সেটা সত্যি কল্পনা করার ছিল না। এখন আটলেটিকো মাদ্রিদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে লা লিগা পাওয়ার দৌড়ে। যাইহোক আশা করছি সামনের ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ ভালো খেলবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
খেলাতে হার-জিত থাকবেই।তাছাড়া যখন তখন এর গতি পরিবর্তন হতে পারে।তাই কিছু সময় সাপোর্টার হিসেবে আমাদের আশাগুলি ভেঙে যায়,হয়তো এমনটাই হয়েছে আপনার ক্ষেত্রেও।ধন্যবাদ ভাইয়া।