বন্ধুত্ব
আমরা সবাই ছোট থেকে বড় হই। যখন আমরা বড় হই তখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ লাইভে পদার্পণ করি কিন্তু এই সময়ে আমাদের পরিবারের থেকে অনেকটা কাছের মানুষ হয়ে যায় বন্ধু-বান্ধব। এই বিষয়টি কেন বললাম জানেন কারণ বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে আপনি যেই অঞ্চলে বসবাস করেন সেখানে শিক্ষা গ্রহণ করার প্রবণতা জিরো পার্সেন্ট এর কাছাকাছি চলে আসে। অর্থাৎ আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হতে চান তাহলে আপনার শহর মুখী হতে হবে এবং ভালো কলেজ কিংবা ভার্সিটিতে আপনাকে অধ্যায়নরত হতে হবে। সে সময়টাতে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই নিজের পরিবার থেকে দূরে অবস্থান করে।
এই সময়টা পরিবারের মতোই হয়ে ওঠে বন্ধু-বান্ধব যার সাথে। আপনি দিনের সারাক্ষণ থাকেন এবং রাতের বেলাও আপনারা এনজয় করেন। নিজের মত করে চলাচল করার চেষ্টা করেন। এই বিষয়গুলো কিন্তু অনেকটাই মধুর হয়ে যায় যদি না সেখানে অশ্লীল কোন কিছু থাকে কিন্তু একটি বন্ধু-বান্ধবের যে সম্পর্কটা তৈরি হয় সেটা কোন রক্তের সম্পর্ক না হলেও একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসটা হয় রক্তের সম্পর্কের চেয়েও অনেক গভীর।
আমি ব্যক্তিগতভাবেই মনে করি এই জীবনে এমন কিছু বন্ধুবান্ধব দরকার রয়েছে যেসব বন্ধুদের সাথে আপনি সব ধরনের কথা শেয়ার করতে পারবেন। সবকিছুই আপনি তাকে বলতে পারবেন। দেখবেন, এতে করে আপনার নিজের মন অনেক হালকা হবে। আমার ব্যক্তিগতভাবে দুই একজন বন্ধু রয়েছেন আমার কিন্তু খুব বেশি একটা বন্ধু নেই। কিন্তু যারা রয়েছে তারা আত্মার সম্পর্কের মতোই রয়েছে।