সময়ের মূল্য

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সময়ের মূল্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে পৃথিবীতে আপনি যতই ধনী হন না কেন আপনি এই পৃথিবীর সবকিছু ক্রয় করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে পৃথিবীতে যে কোন কিছু করতে পারেন। কিন্তু আপনি পৃথিবীতে একটি জিনিস কখনো করতে পারবেন না। সেটি হলো আপনি টাকা দিয়ে কখনো সময় কিনতে পারবেন না। আপনি আপনার জীবনের যত টাকা আছে সব কিছুর বিনিময়ে সময়ের এক মুহূর্ত কখনো ক্রয় করতে পারবেন না। আসলে সময়কে মূল্যের সাথে কখনো তুলনা করা যায় না। সময় হলো এক অমূল্য জিনিস। পৃথিবীতে তাই আমাদের সবসময় সময়কে মূল্য দিয়ে চলতে হবে। এই পৃথিবীতে যারা জীবনে উন্নতি লাভ করতে পেরেছে তারা কিন্তু সবাই সময়ের মূল্য দিয়েছে। অর্থাৎ তারা সব সময় সময় মত সকল কাজ সম্পন্ন করেছে।


তাইতো কথায় আছে, সময় এবং স্রোত এই পৃথিবীতে কারো জন্য অপেক্ষা করে না। সময় এমন একটা জিনিস যা একজন মানুষকে ধনী থেকে গরিবে পরিণত করাতে পারে এবং গরিব থেকে আবার ধনীতে পরিণত করাতে পারে। আপনি যদি জীবনের সকল কাজ সময়মতো করে থাকেন এবং সময়ের মূল্য দেন তাহলে সময় আপনার সাথে সবসময় থাকবে। আর যারা পৃথিবীতে সময়ের কোন মূল্য দেয় না অর্থাৎ আজকের কাজ কালকের জন্য ফেলে রাখে তারা কিন্তু কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারে না। আমাদের জীবনে আমরা প্রতিটি কাজ অবশ্যই সময়মতো করব। কারণ সময় মত যেকোন কাজ করলে সেই কাজ অনেক বেশি সহজ হয়।

কোন একটা সহজ কাজ যদি আপনি পরে করার জন্য রেখে দেন তাহলে সেই কাজটি পরবর্তীতে আর কখনো সহজ থাকবে না। অর্থাৎ সময় এই কাজটিকে আস্তে আস্তে অনেক বেশি কঠিন করে তুলবে। আর যদি কোন কঠিন কাজকে আপনি সময় মতো সমাধান করতে পারেন তাহলে সেই কঠিন কাজ আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। আসলে এই পৃথিবীতে অনেক মনীষী ছিলেন যারা সময়ের সঠিক জ্ঞান নিয়ে সকল কাজ সময় মতো করেছে এবং সমাজে কখনো অবহেলা করেনি। আর এর ফলে তারা পৃথিবীতে সকল কঠিন বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে এবং জীবনে উন্নতি লাভ করতে পেরেছে।

তাইতো তাদের সময় বোধ ভালো ছিল এবং তারা সময়ের যথেষ্ট মূল্য দিয়েছিলেন। আর এজন্য আমরা বর্তমান জীবনে কোন কাজ কখনো পরবর্তীতে করার জন্য ফেলে রাখবো না। সময়ের কাজ আমরা সব সময় সময়ই করব। আসলে আমরা যদি সময় মত সকল কাজ করতে পারি তাহলে আমরা জীবনে অবশ্যই উন্নতির লাভ করতে পারব। এছাড়াও আমরা যদি সময় মত কোন কাজ না করি তাহলে পরবর্তীতে সেই কাজ আমাদের দ্বারা হবে না এবং আমরা সেজন্য খুব আফসোস করব। আসলে সময় খুব স্বার্থপর। কারণ আপনি যতই সময়ের সাথে চলেন না কেন সময় কিন্তু আপনার সাথে কখনোই চলবে না।


তাইতো সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশ ও দশের উন্নতির জন্য সবসময় চেষ্টা করতে হবে। আর এই সময়ের সঠিক জ্ঞান সবাইকে বোঝাতে হবে। আসলে সবাই যদি সময় মত কাজ করে তাহলে আমাদের দেশ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে এবং পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এজন্য আমরা সবাই মিলে সময়ের সৎ ব্যবহার করব এবং সময়মতো সকল কর্ম করবো। আর পৃথিবীতে যারা কখনো সময়ের মূল্য দেয় না তারা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না। আর এর ফলে তারা সমাজের বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। আর এজন্য সবাইকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 4 days ago 

সময়ের কাজগুলো সময়ে করলে পরবর্তীতে আর ঠেকায় পড়তে হয় না। একটা বিষয় লক্ষ্য করলেই দেখব যারা সফল হয়েছে তারা সব সময় কিন্তু সময়ের সঠিক মূল্যায়ন করতো এবং সময়ের কাজগুলো সময়েই সম্পাদন করতেন। কোন কাজকে ছোট বা বড় মনে করতেন না। কাজগুলো পরবর্তী সময়ের জন্য ফেলে রাখতেন না। আর এক্ষেত্রে যে কোন মানুষ সময়ানুবর্তিতা যেমন শিখবে তেমনি জীবনে উন্নতি লাভ করতে পারবে। আপনার পোস্টটা পড়ে খুব ভালো লাগলো।

 4 days ago 

একেবারে যথার্থ বলেছেন, পৃথিবীতে টাকা দিয়ে যেকোনো জিনিস কিনতে পারলেও, সময় কেনা যায় না। তাইতো পৃথিবীতে সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। সেজন্য সময়কে অবশ্যই কাজে লাগাতে হয়। কিন্তু কিছু কিছু মানুষ হেলাফেলায় সময় নষ্ট করে ফেলে। পরবর্তীতে তাদেরকে চরমভাবে পস্তাতে হয়। আমাদের উচিত সময়কে সবসময় কাজে লাগানো এবং প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করা। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। তাই পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে কিনতে পারলেও একটি জিনিস কখনোই টাকা দিয়ে কেনা সম্ভব নয়। আর ইচ্ছে সময়। তাই আমাদের সবাইকে মনে রাখতে হবে সময়ের কাছে সময়ে করার। তাই কখনোই সময় নষ্ট করা যাবে না, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি মূল্যবান পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

ছোটবেলা থেকেই আমরা সময়ের মূল্য সম্পর্কে জেনে আসছি। অনেক সময় বই-পুস্তকেও পড়েছি। তবে সঠিকভাবে সময়ের মূল্যায়ন এখনো শিখেছি কিনা সেটাই ভাবার বিষয়। সময় কখনো কারো জন্য বসে থাকে না। কোন কাজ আমরা ফেলে রাখলে সেই কাজ অবহেলায় হারিয়ে যায়। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লেগেছে। সময়ের মূল্য নিয়ে অনেক সুন্দর ভাবে লেখাগুলো লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60972.21
ETH 3388.11
USDT 1.00
SBD 2.55