ছোট্ট একটি সিদ্ধান্ত নিজের জীবন পরিবর্তন করে দিতে পারে
জীবনে চলার পথে কতই না সুযোগ আসে কতই না বিপদে পড়ি। সবকিছু মিলেই আমাদের এই জীবন। তবে আমাদের এই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কয়েক মুহূর্তের একটি ছোট্ট সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তগুলো যদি আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারেন তাহলে আপনি জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি।
২০১৫ সালে যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম তখন আমরা সকলেই প্লানিং পড়ছিলাম ভালো একটি জায়গায় গিয়ে পরবর্তী পড়াশোনা করব কিন্তু আমার এক বন্ধুর নাম ছিল রিসাদ। সে পুলিশে ট্রাই করল এবং কোনভাবে সে তার পুলিশের চাকরিটা গ্রহণ করে ফেলল। এর পরে তারপর পড়াশোনা সে কন্টিনিউ করতে থাকলেও আমরা যখন আমরা স্ট্রাগল করতে থাকলাম বিভিন্ন জায়গায় পড়াশুনা, ল্যাব রিপোর্ট অ্যাসাইনমেন্ট, নিয়ে ব্যস্ত তখন একটি সফলতার রাস্তায় পা বাড়িয়েছিল।
সেই ২০১৬ সাল থেকে এখনো সে চাকরি করে যাচ্ছে, নিজের পরিবারকে সাপোর্ট করে যাচ্ছে এবং এর পাশাপাশি সে বিয়েও করেছে। গত মাসেই তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই যে বিষয়গুলো একটু চিন্তা করে দেখুন একটি ছোট্ট সিদ্ধান্তর কারণে কিন্তু আমাদের দুই বন্ধুর জীবন দুটো আলাদা রূপে নিয়েছে। আমার বাকি যেসব বন্ধু-বান্ধব আমরা একসাথেই পরবর্তীতে পড়াশোনা করতাম। তারাও এখন অনেক ভালো ভালো জায়গায় রয়েছে।
যেমন অনেকেই ডিপ্লোমা শেষ করে চাকরিতে ঢুকে পড়েছিল এবং পাশাপাশি জব করছিল। এতে করে তার জবের এক্সপেরিয়েন্স ও বাড়ছে এবং অন্যদিকে তার গ্রাজুয়েশন টাও কমপ্লিট হচ্ছে। এতে করে হয়তো চার পাঁচ বছর তার অনেকটাই কষ্ট হবে কিন্তু যখন সে তার ডিগ্রি কমপ্লিট করে ফেলবে তখন আর জব এক্সপেরিয়েন্স ও তার কিন্তু গেইন হয়ে যাবে চার থেকে পাঁচ বছরের। পরবর্তীতে ভালো কোনো পজিশনে যেতে হলে খুব সহজেই সেটা এচিভ করা সম্ভব কিন্তু আমি যদি এখন এবই জবের জন্য কমপ্লিট করি, সেই একই চাকরির জন্য ভাইবা দেই তাহলে ভাইবা বোর্ড থেকে কিন্তু তাকে গ্রহণ করা হবে। কারণ তার কাছে প্রায় পাঁচ বছরের এক্সপেরিয়েন্স রয়েছে।
এসব বিষয়ে মাধ্যমে শুধুমাত্র এতোটুকুই বোঝাতে চেয়েছি আমাদের ছোট ছোট সিদ্ধান্ত আমাদের সম্পূর্ণ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা জীবনে কি করব বা কি করছি এটা শুধুমাত্র একটি ছোট্ট সিদ্ধান্তের উপর নির্ভরশীল থাকে। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।