সাহসী ও বেয়াদবী আলাদা ব্যাপার
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা সকলেই সাহসী মানুষ অনেক বেশি পছন্দ করি। কারণ একটা সমাজে কিংবা একটা দেশে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয় সাহসী ছেলেমেয়েদের। কারণ কোনো ভীত মানুষকে দিয়ে যেমন কোনো ভালো কাজ হয় না খুব একটা। ঠিক তেমনটাই একটি ভীত মানুষকে দিয়ে কখনোই আপনি কোনো কাজ অনেক লং টাইম এর জন্য চালিয়ে নিতে পারবেন না। কারণ কোনো না কোনো জটিলতা সামনে আসলেই সে ঘাবড়ে যাবে। সে কারণেই আমাদের প্রায় প্রতিটি পদক্ষেপে সাহসী ব্যক্তিদের অনেক বেশি প্রয়োজন হয়।
সাথে এমন অনেক সাহসী ব্যক্তি দেখবেন। যারা কখনোই অন্যায় সহ্য করেনা। তারা অন্যায় দেখলে ছোট হোক, বড় হোক সেটা চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয় এবং শুধরে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ এগুলোকেই কিন্তু সৎ সাহস বলে। কিন্তু আমরা সাহস এর সাথে অনেক সময় বেয়াদবিকে গুলিয়ে ফেলি এবং বেয়াদবিকেই প্রমোট করে ফেলি, যেটা অন্যায়।
অর্থাৎ কেউ সাহসী এটা যেমন ভালো। ঠিক তেমনটাই কেউ বেয়াদব এটা অনেক খারাপ। অর্থাৎ অনেকেই দেখবেন নিজেদের সাহস আছে বলে বেয়াদবি করা শুরু করে। বিশেষ করে আমি যদি বলি, কিছু কম বয়স্ক ছেলেপেলের কথা। কারণ তারা তখনও দুনিয়া চিনতে এবং বুঝতে শিখে না। সে কারণে আমরা যখন তাদের বেয়াদবিটাকে সাহসিকতা বলে পরিচয় দেই। তখন কিন্তু তারা তাদের ভুল শুধরানো জায়গায় ভুলটাকে আরও পাকাপাকিভাবে তাদের মনে বসিয়ে ফেলে। আর এর কারণে কিন্তু আমরাই অনেকটা দায়ী। কারণ সাহসিকতা এবং বেয়াদবি করা একেবারেই ভিন্ন দুটি ব্যাপার।
তাই আমাদের ঘরের সন্তানেরা যদি সাহসিকতার কাজ করে। তাদেরকে যেমন আমাদের বাহবা দেওয়া উচিত। ঠিক তেমনটাই, তারা যদি সাহসিকতার নাম করে কারো সাথে বেয়াদবি করে। তাহলে অবশ্যই তাদেরকে ভালোভাবে বুঝানো উচিত। কারণ তাদের হাতেই আমাদের দেশের ভবিষ্যৎ। আর আমাদের ভবিষ্যৎটাকে নষ্ট করার জন্য কিন্তু সব সময় একদল অসাধু লোক তৎপরতা চালায়। তাই তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না এবং তারা যেনো এভাবে করে কোনো বেয়াদবিকে প্রমোট করতে না পারে। সেদিকে আমাদের কড়া নজর রাখতে হবে। কারন আমাদের ছোট ছোট ভাই বোন আমাদের ছেলে মেয়েরাই আমাদের সম্পদ ও গর্ব।
সুন্দর একটা বিষয়গুলো নিয়ে লিখেছেন। আমরা অনেকেই বিষয়দুইটাকে গুলিয়ে ফেলি। আবার, প্রথম দিকে সৎ সাহসী, পরবর্তীতে বেয়াদপেও পরিনত হতে পারে। তাই চেক এবং ব্যালেন্স থাকাটা জরুরী।
ভাল থাকুন।