বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বন্যা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


flood-5657777_1280.webp



লিংক

আসলে মানুষের কিছু কিছু ভুলের কারণে প্রতিবছর বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা যায়। আর এই দুর্যোগের ফলে মানুষকে প্রচুর কষ্ট পেতে হয়। আমার মনে হয় যে প্রতিটা দুর্যোগের জন্য কিন্তু মানুষ নিজেরাই দায়ী। কেননা প্রাচীনকালে এত ধরনের বড় বড় দুর্যোগ কখনোই ছিল না। যতই এই পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ততই এই পৃথিবীতে বিভিন্ন ধরনের দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। আসলে এই দুর্যোগের ফলে প্রতিবছর বহু মানুষ এবং অবলা প্রাণী মারা যাচ্ছে। আসলে মানুষের এই অপকর্মের জন্য একদিক থেকে এই অবলা প্রাণীরা শুধু শুধু শাস্তি পাচ্ছে। আসলে মানুষ যে হারে বৃদ্ধি পাচ্ছে এর ফলে কিন্তু মানুষের বসবাসের জন্য প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণ জায়গা। আর প্রচুর পরিমাণ জায়গার জন্য মানুষ বন জঙ্গল কেটে সেখানে বসবাস উপযোগী জমি তৈরি করছে।


আসলে মানুষ যেভাবে গাছপালা নিধন করছে এর ফলে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়াও মানুষ লোভে পড়ে বিভিন্ন নদী-নালা, খাল, বিল বন্ধ করে সেখানে বসবাসের উপযোগি জমি তৈরি করছে। এছাড়াও আমরা দেখতে পাই যে যেখানে পূর্বে পুকুর অথবা কোন জলাশয় ছিল সেখানে এখন বহুতল বিশিষ্ট বাড়ি গড়ে উঠেছে। আসলে মানুষ এই জলের আঁধার গুলো কমিয়ে ফেলার ফলে অতিরিক্ত বৃষ্টির জল কোথায় যাবে তা কিন্তু কখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এর ফলে আমরা দেখতে পাই যে অল্প একটু বৃষ্টি হলে শহর একদম জলে থৈ থৈ করে। আসলে এইসব জলের আঁধার কমিয়ে ফেলার ফলে জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং জল কোথাও যেতে পারছে না। এছাড়াও মানুষ বিভিন্ন নোংরা আবর্জনা ফেলার ফলে এই জলের আঁধার গুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে।


বিশেষ করে প্রতিবছর বর্ষার সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন এলাকায় বন্যার ফলে সেখানকার জনজীবনের অনেক বেশি ক্ষতি হয়েছে। শুধুমাত্র জনজীবনের ক্ষতির সঙ্গে বিভিন্ন লোকের প্রাণও যাচ্ছে প্রতি বছর। আসলে এর ফলে কিন্তু প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। কেননা বন্যা প্রবণ এলাকায় কৃষি কাজের জন্য যেসব জমিতে ফসল লাগানো হয় সেসব জমি কিন্তু এই বন্যার জলে একদম নষ্ট হয়ে যায়। আসলে এভাবে প্রতি বছর যদি বন্যা হতে থাকে তাহলে মানুষের জীবন কখনো উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে না। তাইতো আমাদের সব সময় চেষ্টা করতে হবে এই বন্যাকে কি করে প্রতিরোধ করা যায় এবং এই বন্যা কবলিত মানুষের পাশে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়।


আসলে এই বন্যা কবলিত মানুষের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে তাদের দুঃখের আর কোন সীমা থাকবে না এবং তারা না খেতে পেয়ে দিন দিন অনাহারে মারা যাবে। তাইতো সরকারের পাশাপাশি আমাদের অবশ্যই এই বন্যা কবলিত এলাকায় প্রচুর পরিমাণে খাদ্যের যোগান দিতে হবে এবং একই সাথে বিশুদ্ধ পানি ও ওষুধের ব্যবস্থা করতে হবে। আসলে এভাবে যদি আমরা সবাই মিলে মিশে একসঙ্গে এই বন্যা প্রবণ এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি এবং বন্যাকে প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু মানুষের আর তেমন একটা বেশি ক্ষয়ক্ষতি হবে না। আর যদি বেশি কোন ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা সবাই মিলে মানুষদের পাশে দাঁড়াবো মানুষদের সাহায্য করবো। আর এভাবে যদি আমরা মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে পারি তাহলে কোন ধরনের দুর্যোগ আমাদের আর কোন ক্ষতি করতে পারবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 4 days ago 

প্রতিবছর বন্যা হয়। আর এই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে বন্যা কবলিত মানুষের অনেক দিক থেকেই সমস্যা হয়। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সুন্দর করে লেখাগুলো উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104021.29
ETH 3869.26
SBD 3.33