$PUSS কেনার টিউটোরিয়াল সম্পর্কে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগ এর প্রথম meme coin $PUSS। এটা আমরা ইতিমধ্যে সকলেই জানি। কারণ বিশাল প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন লোগো বিভিন্ন ব্যানার তৈরি করা তো আছেই। এ কয়েনের যে এতো সুন্দর সুন্দর ব্যানার, লোগো, ফুটার ইত্যাদি খুব কম সময়ের মধ্যে তৈরি করে ফেলা সম্ভব। সেটা হয়তো আমার বাংলা ব্লগের এডমিন মডারেটর কিংবা ফাউন্ডারকে না দেখলে বোঝা যেতো না। প্রতিটি লোগো, ব্যানার অসম্ভব সুন্দর। সে সাথে আমি আর একটি বিষয়ের প্রশংসা করতেই আসলে আমার পোস্টটি লিখছি।
যেদিন প্রথম আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার $PUSS কয়েন এর কথা আমাদের সকলকে জানালো। তার পরের দিনই একটি টিউটোরিয়াল দেখতে পেলাম। অর্থাৎ কিভাবে SunPump.meme থেকে ল্যাপটপের মাধ্যমে খুব সহজেই এই কয়েনটি কেনা যাবে। এরপরের দিন ই পেয়ে গেলাম কি করে মোবাইলের মাধ্যমে tronlink pro অ্যাপস থেকে খুব সহজেই $PUSS কয়েন কেনা যায় তার টিউটোরিয়াল।
সত্যি কথা বলতে আমার বাংলা ব্লগের প্রতিটি টিউটোরিয়াল এতো দারুন হয়, যা বলার অপেক্ষা রাখে না এবং যথারীতি এই দুটো টিউটোরিয়াল বেশ কাজে লেগেছে আমাদের সকলের জন্য। কারণ যারা কিছুটা কম পারবে কিংবা একটু কম বুঝতো। তারা কিন্তু এই টিউটোরিয়াল গুলো দেখে খুব সহজেই এই কয়েনটি কিনতে পারবে। সে সাথে এতো কম সময় এ টিউটোরিয়াল গুলো দেওয়া হয়েছিলো যে $PUSS কয়েনের প্রাইস অনেক কম থাকতেই আমরা কয়েনটি কিনতে পেরেছি এবং hold করতে পেরেছি। আসলে প্রতিটা জিনিসের যদি এতো সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাওয়া যায়। তাহলে কিন্তু সবকিছু করাটা আরো অনেক সহজতর হয়ে যায়। আপনারা যারা যারা এখনো সেই টিউটোরিয়াল গুলো দেখেননি। আমি আপনাদের এটাই সাজেশন দিবো আমার জায়গা থেকে যে, আমার বাংলা ব্লগের পিন পোস্ট চেক করুন। সেখানেই টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন এবং সেখানে খুব সুন্দর ভাবে পুরো বিষয়টি বুঝিয়ে লেখা হয়েছে।