ব্যয়ের অংক যেন বেড়েই চলেছে
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ব্যয়ের অংক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে একটা প্রবাদ আছে যে, আয় বুঝে ব্যয় করুন। কিন্তু বর্তমান সময়ে আমরা এর উল্টোটা দেখছি। কেননা মানুষের যতটুকু চাহিদার প্রয়োজন ততটুকু চাহিদা মেটানোর জন্য তাকে যতটুকু আয় করতে হয় তার থেকে বেশি ব্যয় করতে হয়। অর্থাৎ আপনি যদি ১০ টাকা আয় করেন তাহলে আপনার জীবন ধারণের জন্য আপনাকে প্রায় ১০ টাকাই খরচ করতে হবে। আর এই দশ টাকার মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনের সকল চাহিদা গুলো পূরণ করতে পারবেন না। আসলে বর্তমান সময়ে ওই প্রবাদটি আর কখনোই আমাদের জীবনে কোন প্রভাব ফেলে না। আসলে যারা গরীব শ্রেণীর লোক তারা সব সময় চেষ্টা করে যে তাদের আয়ের থেকে কিছু অংশ সবসময় সঞ্চয় করার জন্য। কিন্তু বাইরের খরচের পরিমাণ যে এতটা বেশি এতে করে মানুষ সঞ্চয়ের কথা তো দূরের কথা মানুষ ঠিক ঠাক ভাবে সেই টাকা দিয়ে তার প্রয়োজন কখনো মেটাতে পারে না।
আসলে বর্তমান সময়ে চারিদিকের জিনিসপত্রের দাম এতটা বেশি এবং সকল ক্ষেত্রে আমরা অতিরিক্ত পয়সা দিয়ে সুযোগ সুবিধা গ্রহণ করি। এছাড়াও এখন হসপিটাল গুলোতে মনে হয় যেন টাকার পাহাড় নিয়ে যেতে হয়। আসলে জীবন বড় কঠিন হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। কেননা এই কঠিন সময়ে আমরা ঠিকঠাকভাবে বেঁচে থাকতে কখনোই পারছি না। দ্রব্যমূল্যের দামের সাথে সাথে আমাদের ইনকামের পরিমাণও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে না। অর্থাৎ এক দিক থেকে আমাদের আয় ইনকাম কমে যাচ্ছে এবং অন্য দিক থেকে প্রতিটা জিনিসের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। আর এতে করে আমরা কিভাবে যে পরবর্তী জীবনটাকে পরিচালনা করব তা বুঝে উঠতে কখনোই পারছি না। আসলে আমরা আমাদের পরিবারের সদস্য গুলোকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য হিমশিম খেয়ে যাচ্ছি।
আসলে আমরা যখন প্রতিদিন পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে বের হই তখন বাজারের অর্ধেক শেষ না করতে করতেই আমাদের পকেট খালি হয়ে যায়। অর্থাৎ একদিক থেকে আমাদের বাজারের ব্যাগ ভরেনা এবং অন্য দিক থেকে আমাদের পকেট খালি হয়ে যায়। আসলে এখন আমাদের সবাইকে অনেক সচেতন হতে হয়। কেননা সচেতন না হয়ে যদি আমরা একটু বেখেয়াল ভাবে চলাচল করি তাহলে পরবর্তীতে আমাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে। আসলে আমাদের জীবনে একটা সময়ে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাই এবং আমাদের চিকিৎসা করানোর জন্য কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সময়ে যদি আমাদের ইনকামের মধ্য দিয়ে কিছু টাকা সঞ্চয় করতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের অনেক বেশি কষ্টের দিন যাপন করতে হবে।
আর এজন্য প্রতিটা দ্রব্যমূল্যের দামের সাথে সাথে যদি আমাদের ইনকাম কি করে বাড়ানো যায় সেদিকে সবসময় চেষ্টা করতে হবে। আসলে আমরা যদি বর্তমান সময় আমাদের পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারি এর জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। আসলে সরকারকে আমাদের দিকে অর্থাৎ যেসব সাধারণ লোক রয়েছে তাদের দিকে অবশ্যই নজর দিতে হবে। কেননা এভাবে যদি প্রতিটা জিনিসের দাম দিন দিন বেড়েই যায় তাহলে পরবর্তীতে এসব সাধারণ লোকদের বেঁচে থাকা বড়ই কঠিন মনে হবে। আসলে আমাদের প্রতিটা লোকের দিকে সঠিকভাবে নজর দিয়ে অবশ্যই জিনিসপত্রের দাম বৃদ্ধি করা উচিত। কেননা যারা এই পৃথিবীতে ধনী লোক তাদের কাছে জিনিসপত্রের দাম বাড়লেও তাদের তেমন একটা কোন ক্ষতি হয় না। কিন্তু সাধারণ লোকেদের জীবনধারন অনেক বেশি কঠিন হয়ে যায়।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।