নিয়ম মানা না মানাটাই যেনো বড়ো নিয়ম
গতকাল থেকে এই একই দৃশ্য দেখে যাচ্ছি। এই দৃশ্য দেখতে দেখতে এখন রীতিমতো হতাশ হয়ে পড়েছি। সিসিইউতে সাধারণত এমন রোগীকে দেয়া হয় যাদের অবস্থা কিছুটা জটিল। দেশের প্রত্যেকটা সাধারণ মানুষ জন জানে এই সমস্ত রোগীকে ডিস্টার্ব করা ঠিক না। কিন্তু জানার পরেও কেউ সেটা মানছে না। আমি অবাক হয়ে এই মানুষগুলোকে দেখছি। নিয়ম না মানাটাই যেন এদের কাছে বড়ো নিয়ম। কোনরকম বিধি-নিষেধের তোয়াক্কা না করে গুরুতর অসুস্থ একজন রোগীকে সমানে গিয়ে সবাই ডিস্টার্ব করছে। এটা থেকে এই ধরনের মানুষের চরিত্র সম্বন্ধে বোঝা যায়। আর এই মানুষগুলো প্রায় সবাই রাজনীতির সাথে জড়িত। এদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় আজকে আমাদের দেশের অবস্থা এতো খারাপ কেনো। কারণ এই জাতীয় কাণ্ডজ্ঞানহীন মানুষগুলো কারো জন্যই মঙ্গল জনক হতে পারে না। না তার পরিবারের জন্য, না তার বন্ধু বান্ধবের জন্য, না তার দেশের জন্য। আমাদের দেশে যারা রাজনীতি করে আইন ভঙ্গ করতে মনে হয় এদের ভালো লাগে। খেয়াল করে দেখবেন এরা দেশের প্রচলিত কোন আইনই মানতে চায় না। রাজনীতি করলেই মনে হয় এরা আইন ভাঙ্গার লাইসেন্স পেয়ে যায়। এই কারণেই এই লোকগুলো যখন দেশ চালনা করে তখন দেশের অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। জানি এই জাতীয় লোক গুলো হয়তো কখনোই বদলাবে না। তারপরেও তাদের শুভ বুদ্ধির উদয় হোক এটাই কামনা করি।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90
---|---
স্থান | ফরিদপুর
আসলে বাংলাদেশে সবকিছু খুব কমই নিয়ম মেনে চলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই নিয়মের উল্টোটাই করা হয় তারপরেও প্রতিবাদ করার মতো কেউ নেই কোনটা নিয়ম আর কোনটা অনিয়ম সে সম্পর্কে কথা বলার মত মানুষ খুব কম যার কারণে এটা প্রতিনিয়ত চলেই যাচ্ছে।
এদেশের মানুষ সবকিছুই বুঝে সি সি ইউতে যেতে পারবে না তাও বুঝেছে। রোগীকে ডিস্টার্ব করা যাবে না তাও বুঝেছে কিন্তু সে মানতে রাজি না। তাইতো সব কিছু বুঝেছে বলে ছাগলের মত মাথা নেড়েছে কিন্তু রোগের সাথে গল্প করা শুরু করল। এটি আফসোস ছাড়া আর কিছুই নয়।
এখনকার বেশিরভাগ মানুষ রাজনীতি করে ক্ষমতার জন্য। নেতাদের চামচামি করতে পারলেও কম পাওয়ার দেখায় না। তারা এককথায় আইনের তোয়াক্কা করে না। অনেক সময় আইনের লোকদের সাথেও রাজনৈতিক পাওয়ার দেখিয়ে ঝামেলায় জড়িয়ে যায়। অথচ তাদের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের কোনো উপকারে আসে না। বরং তাদের ব্যাংক ব্যালেন্স করা নিয়ে ব্যস্ত থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।