আকাশের স্বপ্ন পূরণ ( নবম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তবে যেহেতু ভদ্রলোক এভাবে বলছেন তাই আকাশ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা খুলে রীতিমতো হতবাক হয়ে তাকিয়ে রইলো। আকাশ একবার অ্যাপোয়েন্টমেন্ট লেটারের দিকে তাকাচ্ছে আর একবার ম্যানেজারের মুখের দিকে তাকাচ্ছে। ম্যানেজার সাহেব আকাশের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলেন। তিনি আকাশকে জিজ্ঞেস করলেন কি খুব অবাক হয়েছেন তাই না? তারপর তিনি বললেন আমাদের স্যার সবাইকে চমকে দিতে পছন্দ করেন। আপনাকে তিনি খুবই পছন্দ করেছেন।

1000001163.png

আকাশ স্যালারির ঘরের সংখ্যাগুলো ভালোমতো বুঝে উঠতে পারে না। অনেকক্ষণ পরে সে বুঝতে পারে তার স্যালারি ধরা হয়েছে দেড় লাখ টাকা। সেই সাথে একটা ব্যক্তিগত গাড়ি এবং থাকার জন্য ফ্ল্যাটের ব্যবস্থাও করে দেবে কোম্পানি। অ্যাপয়েন্টমেন্ট লেটারের দিকে তাকিয়ে আকাশের চোখ দিয়ে অশ্রু ঝড়তে লাগলো। আকাশ ম্যানেজার সাহেবকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন এমডি সাহেবের রুমে। সেখানে গিয়ে নক করতেই তিনি আকাশকে রুমে ঢুকতে বললেন। আকাশ রুমে ঢুকে সরাসরি তার কাছে গিয়ে তার পায়ে হাত দিয়ে সালাম করলো।

লোকটা দেখতে পেলো আকাশের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আকাশকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন সেদিন রাত থেকে আমার একটা না দুটো সন্তান হয়ে গিয়েছে। এখন থেকে তুমিও আমার সন্তান। তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয়ার দায়িত্ব এখন থেকে আমার। তিনি আকাশকে বললেন খুব মনোযোগ দিয়ে কাজ করবে। যাতে সবাই বুঝতে পারে আমার পছন্দ সঠিক ছিলো। আকাশ তার কাছে ওয়াদা করে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে ভালোভাবে কাজ করার। এই কথা বলে আকাশ অফিস থেকে বের হয়ে আসে। অফিস থেকে বের হয়ে আকাশ প্রথমে তার বাবা-মার কাছে ফোন দেয়। আকাশের বাবার কাছে মোবাইল না থাকায় আকাশ তার পাশের বাড়িতে ফোন দিয়ে তার বাবাকে চাই। কিছুক্ষণ পর তার বাবা লাইনে এলে আকাশ তাকে সবকিছু খুলে বলে। খুশিতে আকাশের বাবা-মা অস্থির হয়ে যায়। আকাশ তখন তাদেরকে জানায় ফ্ল্যাটটা বুঝে পেলেই তোমাদেরকে শহরে নিয়ে আসবো। এখন থেকে আমরা সবাই শহরেই থাকবো। আমাদের দুঃখের দিন শেষ হয়েছে বাবা। এই কথা বলে আকাশ ফোনটা কেটে দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে তার মেসের দিকে ফিরতে থাকে। (সমাপ্ত)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Sort:  
 22 hours ago 

শেষ ভালো যার,সব ভালো তার। আকাশের স্বপ্ন পূরণ হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। তাছাড়া শিল্পপতি লোকটার মন-মানসিকতা খুবই ভালো। কারণ অনেকে তো উপকারের কথা মনেও রাখে না। যাইহোক সম্পূর্ণ গল্পটা পড়ে ভীষণ ভালো লেগেছে। এতো চমৎকার একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 97050.26
ETH 3143.93
USDT 1.00
SBD 2.97