বিরক্তিকর প্রস্তাব
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একজন মেয়ে হিসেবে অনেক সময় অনেক রকম প্রস্তাব ই পেয়ে থাকি। অর্থাৎ আপনারা একেবারে ঠিক ধরেছেন। আমি ভালবাসার প্রস্তাবের কথাই বলছি। কারণ কোনো মেয়ে ভালোবাসার প্রস্তাব পায়নি কিংবা প্রেমের প্রস্তাব পায়নি। এটা একেবারে ভুল কথা বা রেয়ার। অর্থাৎ কেউ যদি বলে তাহলে ভাববেন যে সে গোপন করতে চাইছে কিংবা সে খুব একটা প্রকাশ করতে চাইছে না বলেই বলছে। কারণ মেয়েরা এটা পেয়েই থাকে। এটা অবশ্য কোনো বীরত্বের কথা নয়। কারণ এটা একেবারেই স্বাভাবিক একটি কথা। কারণ নারী-পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক থাকবে এবং পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে। নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে। এসব একেবারে প্রাকৃতিক একটা ব্যাপার।
কিন্তু এই যে প্রস্তাবের মধ্যে যে ব্যাপারটি আমার অনেক বেশি বিরক্তিকর মনে হয়। সেটা হচ্ছে একটা মানুষকে প্রস্তাবের মাধ্যমে বিরক্ত করা। ভালোবাসার প্রকাশ করা আমার কাছে কখনোই অন্যায়ের মনে হয় না। কারণ আমি তাকে ভালো না বাসলেও সে যে আমাকে ভালবাসতে পারবে না এমন কোনো কথা নেই। কারণ আমার মনের উপরে যেমন কারো কন্ট্রোল থাকে না। অবশ্যই তার মনের উপরও কারো কন্ট্রোল থাকবে না।
কিন্তু আমি এমন অনেক মানুষের অবস্থা দেখেছি। যারা আসলে কিছু কিছু মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়ার পরে যখন রাজি হয় না। তখন তারা এতো বেশি বিরক্ত করা শুরু করে। যেটা সত্যিই চোখে লাগে। একটা ব্যাপার আপনি ভুলে যাবেন না যে, আপনি আপনার মনের কথা অবশ্যই আপনার প্রিয় মানুষটির সামনে উপস্থাপন করতে পারেন। কিন্তু যখন দেখবেন যে সে বিরক্ত হচ্ছে কিংবা সে চাইছে না তা।আমার মনে হয় আপনার তখন সরে আসাটাই বুদ্ধিমানের কাজ।
কারন আপনি তাকে পছন্দ করেন এবং এটা আপনার জানা উচিত যে, আপনার পছন্দের মানুষটা আপনার জন্যই বিব্রতকর পরিস্থিতিতে পরছে। আর এই ধরনের ব্যাপারগুলোই আমার মনে হয় বিরক্তিকর প্রস্তাব। কারণ আমি অনেক মানুষকে দেখেছি। যাদেরকে মানা করার পরেও তারা সব সময় ওই বিষয়টির পিছনে পরে থাকে এবং শেষ না দেখা পর্যন্ত। অর্থাৎ ওই মানুষটাকে বিরক্তির চরম পর্যায়ে না নিয়ে যাওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হয় না। এটা সত্যিই খুব খারাপ অভ্যাস।