গাছ লাগান পরিবেশ বাঁচান

বর্তমানে নভেম্বর মাস চলছে। গরমের প্রভাব কিছুটা কমেছে তবে এই যে গরম আমরা দেখে আসলাম এই গরম কিন্তু কিছুই না বরঞ্চ আসছে বছর সামনে আরো ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। এই সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ বর্তমানে পৃথিবীতে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে। যার কারণে অফার অল অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বনডাইয়ের পরিমাণ বাড়ছে। যার কারণে আমাদের বায়ুমণ্ডলে একটি আলাদা লেয়ার সৃষ্টি হচ্ছে। যার কারণে পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

environmental-protection-326923_1920.jpg

Source

পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে থাকা বরফগুলো গলতে শুরু করেছেন। এতে করে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের বিপদের আশঙ্কা করছেন। যেমন বিভিন্ন ধরনের শহর, যেগুলো সমুদ্র কিংবা নদীর পাশে রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে ডুবে যাওয়া সম্ভাবনা রয়েছে এবং বরফের ভিতরে থাকা লক্ষ কোটি বছর আগের ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আমাদের মাঝে ছড়িয়ে যেতে পারে। এমন অনেক আশঙ্কা করেছে। যদি এমন একটা অবস্থার মধ্যে টিকিয়ে রাখা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে।

আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানোর বিকল্প আর অন্য কিছু হতে পারে না। বর্তমানে আমরা যতটুকু পারছি গাছ লাগানোর চেষ্টা করছি। কিন্তু বড় বড় জায়গায় বড় বড় বন উজার করে দেওয়া হচ্ছে। যার কারণে সেখানে নতুন নতুন কলকারখানা হচ্ছে এবং পরিবেশের দূষণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা নিজ নিজ জায়গা থেকে গাছ লাগানোর চেষ্টা করব যেখানেই ফাকা স্থান থাকবে সেখানে সেখানেই গাছ লাগাতে হবে। এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো একটি ভালো পৃথিবীর মুখ দেখতে পারবে। কিন্তু আমরা যদি সকলেই একেবারেই পৃথিবী থেকে গাছের অস্তিত্ব বিলীন করে দেই তাহলে কিন্তু আমাদের জন্য সবথেকে ভয়ানক বিষয় হবে। আপনাদের সুবিধার্থে বলে রাখি এই মহাবিশ্বে সব থেকে দামি বস্তু হলো গাছ। কারণ পৃথিবী ছাড়া মহাবিশ্বের অন্য কোথাও গাছের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কিন্তু সোনা,রুপার, হিরার অনেক গ্রহ আছে।

আফসোস এই বিষয়টা আমরা বুঝতে পারি না এবং গাছকে আমরা অনেক তুচ্ছতাচ্ছিল্য করি। এই গাছের জন্যই এখন আমরা জীবিত রয়েছি। গাছ না থাকলে আমাদের পৃথিবী কি রকম হবে তা আপনারা অনেক ধরনের সাইন্স ফ্রিকশন মুভিদাও দেখেছেন। তাই আপনাদের অনুরোধ করবো নিজ নিজ জায়গা থেকে গাছ লাগাবেন এবং এই পরিবেশের রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 97628.25
ETH 3466.00
USDT 1.00
SBD 3.37