পয়সা যার সরকার তার

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পয়সা যার সরকার তার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে এই জগতে যার যত বেশি টাকা আছে সে তত বেশি অন্যায় করে পার পেয়ে যায়। আসলে পয়সার কাছে সরকারও মাথা নিচু করে দেয়। কেননা একটা সাধারন পরিবারের সন্তান যদি কোন একটা ভুল করে ফেলে তাহলে সেই ভুলের যে শাস্তি পেয়ে থাকে সে তা কিন্তু পয়সাওয়ালা ঘরের কোন সন্তান সেই একই রকম শাস্তি পায় না। আসলে যে গরিব লোকটি ১০ হাজার টাকা চুরি করে জেলে বসে যে কষ্টে দিন কাটায় ঠিক অন্যদিকে হাজার হাজার কোটি টাকা চুরি করে ধরা পড়ার পরে তারা জেলের ভিতর আরাম আয়েশে দিন কাটায়। আসলে এই নাকি এই পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে আইন সমান। আসলে এসব জিনিস দেখলে আমাদের সত্যিই মনে হয় যে এই পৃথিবীতে কেন আমরা গরীব হয়ে জন্মগ্রহণ করেছি।


আসলে যদি আইন করা হয় তাহলে সেই আইন এই পৃথিবীর সর্বস্তরের লোকের কাছে একই হবার কথা ছিল। কিন্তু একটা জিনিস আমরা কখনো খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যার যত বেশি অর্থ থাকে তাকে মানুষ তত সম্মান করে এবং তার কথামতো সবাই চলার চেষ্টা করে। আসলে এভাবে যদি ধনী লোকেদের কথায় আমরা উঠবস করতে থাকি এবং তাদের কথামতো আমরা যদি বিভিন্ন ধরনের অন্যায় কাজ করতে থাকি তাহলে আমাদের এই পৃথিবীতে কোন মূল্য থাকবে না। আসলে এই সকল দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে আইন আমাদের দেশের সবার জন্য একই রকম ভাবে প্রযোজ্য নয়। আসলে দিন দিন যে হারে মানুষ অতিরিক্ত দাম দিয়ে জিনিসপত্র কিনছে তার দিকে সরকারের কি কোন নজর আছে। আসলে তারা দেশের ধনী লোকেদের পা চাটতে ব্যস্ত থাকে।


আসলে এই ধরনের খারাপ কথা বলতে আমার একটু দ্বিধাবোধ হলেও আমি না লিখে পারছি না। আসলে আমাদের দেশ থেকে তখনই মানুষের ভেদাভেদ উঠে যাবে যখন পৃথিবীর সবাই মানুষ যদি একসাথে মিলে মিশে বসবাস করতে পারি এবং কেউ যদি কোন অন্যায় করে তাহলে তার ক্ষেত্রেও সমান শাস্তি পেতে হবে। আসলে আইন সবার ক্ষেত্রে যদি সমান হয় তাহলে কেউ কখনো খারাপ কাজ করার চিন্তা ভাবনা কখনোই করবে না। আসলে এজন্য আমাদের সব সময় উচিত যে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করা এবং কোন অন্যায় অবিচার হলে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। আসলে আমরা যদি সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলতে পারি তাহলে কিন্তু সরকার আমাদের কথা শুনতে বাধ্য থাকবে। কেননা আপনার কাছে অর্থ বল না থাকলেও আপনার কাছে রয়েছে জনবল।


আসলে উন্নয়নশীল দেশে আমরা দেখতে পাই যে সেই দেশের লোকেরা সবসময় কঠোর পরিশ্রম করে এবং যারা যে অন্যায় করে তার সেই শাস্তি তারা পেয়ে যায়। আসলে সেইসব ক্ষেত্রে তারা কখনো মানুষের অর্থ প্রতিপত্তি দেখেনা কখনো। আর এজন্য আমাদের সেই সব উন্নত দেশগুলোকে অনুসরণ করে সেই একই রকম আইন আমাদের নিজেদের দেশে পরিচালনা করতে হবে। আসলে আমরা যদি আমাদের দেশের আইনকে কঠোর করতে পারি তাহলে এই আইনের কাছে সবাই মাথা নত করতে বাধ্য থাকবে। কেননা আইন সবার ক্ষেত্রে সমান। আর এর মাধ্যমে দেশের ভিতরে মানুষের কোন ভেদাভেদ থাকবে না এবং কোন প্রকার দুর্নীতি আর দেখা যাবে না আমাদের সমাজে। আর এজন্য সরকারের প্রতি আমার অনুরোধ যে যাতে করে সবাই তার অন্যায় অনুযায়ী সমান শাস্তি পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68051.59
ETH 2632.70
USDT 1.00
SBD 2.67