অর্ণবের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প (দ্বিতীয় পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তবুও কিছুদিন পর একজন বিনিয়োগকারী রাজি হলেন। অর্ণবের সাহস বাড়তে লাগলো। সে টাকা নিয়ে কফি শপের জন্য জায়গা ভাড়া নিলো এবং শপের কাজ শুরু করলো। অবশেষে, একদিন "কফি কেবিন" উদ্বোধন হল। দোকানের দেয়ালে রঙ-বেরঙের নানা রকমের ছবি ঝোলানো ছিলো এবং কফির সুগন্ধে পুরো জায়গাটা ভরে গিয়েছিলো। উদ্বোধন উপলক্ষে অর্ণব বিভিন্ন ধরনের কফি এবং কেকের অফার দিয়েছিলো। তাই প্রথম দিন থেকেই ক্রেতাদের ভিড় শুরু হল। এলাকার অনেকেই এসে কফি পান করতে লাগল।

1000001679.png

তারা সবাই কিন্তু উদ্যোক্তা জীবনের পথ মসৃণ ছিলো না। খুব দ্রুত অর্ণবের দোকানের প্রতিযোগীতা বাড়তে লাগল। শহরে আরো নতুন নতুন কফি শপ খুলতে লাগল। তাদের মধ্যে কিছু শপ ছিল যারা বড় এবং দামি কফি বিক্রি করতে শুরু করলো। যেটা অর্ণবের মতো ছোট উদ্যোক্তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াল। সেই সাথে শুরু হল এলাকার মাস্তানদের চাঁদা চাওয়ার প্রতিযোগিতা। এক একবার এক এক গ্রুপ এসে বিভিন্ন কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে যেতে লাগলো। সেইসাথে ক্রেতারা বড় এবং সুন্দর করে সাজানো কফি শপগুলোর দিকে ঝুঁকে পড়লো।

এই অসম প্রতিযোগিতায় অর্ণব হতাশ হয়ে পড়লো। সে ভাবতে লাগল, কীভাবে এই সমস্যার সমাধান করবে। এক রাতে ঘুমাতে যাওয়ার আগে অর্ণব একটি নতুন পরিকল্পনা করলো। সে ঠিক করলো, তার কফি শপের পরিবেশ এবং সেবার মান উন্নত করতে হবে। সে ক্রেতাদের জন্য বিশেষ অফার এবং ডিসকাউন্টের ব্যবস্থা করলো। পাশাপাশি, সে কিছু নতুন ও অভিনব কফির রেসিপিও বানানোর চেষ্টা করল। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.038
BTC 95687.43
ETH 3622.07
SBD 3.85