লাভের ধন পিঁপড়ায় খায়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে লাভের ধন পিঁপড়ায় খায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে এই পৃথিবীতে মানুষ সব সময় অর্থ উপার্জনের জন্য ছুটে বেড়ায়। কেননা এই পৃথিবীতে অর্থ ছাড়া আমরা কখনো ভালোভাবে চলতে পারি না। আর এজন্য ভালো থাকার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়। তাইতো এই পৃথিবীর সবাই সব সময় এই অর্থ উপার্জনের জন্য কর্মযজ্ঞে ছুটে বেড়ায় বিভিন্ন জায়গায়। আসলে যারা পৃথিবীতে সব সময় সৎকর্ম করে তারা কিন্তু জীবনে অল্প পয়সা উপার্জন করলেও তাদের জীবনটা অনেক বেশি ভালো থাকে। আসলে সৎ উপায়ে পয়সা উপার্জন করলে মানুষের মন যখন ভালো থাকে তেমনি অন্যান্য মানুষেরা তাদেরকে সব সময় ভালোবাসে তার ভালো কর্মের দ্বারা। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে এই পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে যারা খুব অল্প সময়ে অনেক বেশি টাকার মালিক হয়ে যাচ্ছে। আসলে সৎ উপায় কখনো এত বেশি টাকার মালিক হওয়া যায় না।


আরেকটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যতই খারাপ উপায় অবলম্বন করে বেশি অর্থ উপার্জন করি না কেন একদিন না একদিন আমাদের এই খারাপ কর্মগুলো সবার সামনে চলে আসবে এবং এর শাস্তি অনেক বেশি কঠোর হবে। এছাড়া আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে বিভিন্ন ধরনের খারাপ লোকজন তাদের খারাপ কাজকর্মের দ্বারা এই পৃথিবীতে প্রচুর ধনসম্পত্তির মালিক হয়েও আজ তারা শ্রীঘরে বসে আছে। কেননা তারা কখনো সৎ উপায় উপার্জন করে এই প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেনি। আসলে বর্তমানে আমরা খবরের চ্যানেলগুলোতে বিভিন্ন ধরনের খবর দেখে থাকি। যেখানে বিভিন্ন ধরনের অসাধু লোক ছোট ছোট ভুল কাজকর্মের দ্বারা তারা তাদের পুরো জীবনের খারাপ কর্মগুলো উঠে আসছে।


আসলে আমি ছোটবেলায় একটা প্রবাদ শুনেছি যে, কোটি টাকার সম্পত্তি খেলো লাখ টাকার ছাগলে। আসলে বাংলাদেশ সংবাদ মাধ্যমে এই ধরনের খবরটি যখন আমি প্রথম শুনেছিলাম তখন আমার সত্যিই খুব অবাক হচ্ছিল। এছাড়াও আমার খুব হাঁসি পাচ্ছিল এই প্রবাদটির কথা মনে করে। আসলে অসৎ ব্যক্তিদের কর্মকান্ড কোন না কোন এক সময় তাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। ঠিক সেই ব্যক্তির সন্তান একটা লাখ টাকার ছাগল কিনে তার প্রচুর পরিমাণ কালো টাকার সন্ধান পেয়েছে সেই দেশের সরকার। আসলে একটা ছোট বিষয় থেকে যে পুরো ঘটনাটা প্রকাশ পাওয়া যায় তা এই খবরের অন্যতম একটা উদাহরণ। আসলে জীবনে আপনি লাখ টাকা উপার্জন করতে না পারলেও যদি সৎ উপায় অবলম্বন করে অল্প টাকার মালিক হন তাহলে আপনি কখনো অসুখী থাকবেন না জীবনে।


আসলে এই পৃথিবীতে যারা খারাপ কাজকর্ম করে এবং অন্যের ক্ষতি করে প্রচুর পরিমাণ অর্থ সম্পত্তির মালিক হয়ে থাকে তারা কিন্তু বেশিদিন তাদের অবস্থানটা ধরে রাখতে পারে না। আসলে আমাদের সবার উচিত যে জীবনে যা কিছুই করি না কেন কখনো অসৎ কাজকর্ম করে এবং মানুষের ক্ষতি করে অর্থ উপার্জন করার চেষ্টা করবো না। আসলে আমরা যদি এই পৃথিবীতে সৎ ভাবে চলতে পারি এবং মানুষের উপকার করে নিজেদের সংসারকে মোটামুটি ভালোভাবে চালাতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারব। আর এর জন্য আমাদের সব সময় নিজেদেরকে সৎ রাখতে হবে এবং সৎ উপায়ে অবলম্বন করে অর্থ উপার্জন করতে হবে। আর এর ফলে আমরা একদিন না একদিন জীবনে একটা ভালো পর্যায়ে পৌঁছে যেতে পারব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.039
BTC 104944.92
ETH 3340.41
SBD 4.25