কি বলার কথা, কি বলছি?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
চারপাশে দেখবেন একটা কথা অনেক বেশি বলা হয় যে, বর্তমান জেনারেশন এর প্রোডাক্টিভিটি অনেক কম কিংবা এক্টিভিটিস সবদিকেই অনেক কম বলা চলে। বিশেষ করে যদি পড়াশোনার দিকের কথা বলি। তাহলে আসলে সেখানে অ্যাক্টিভিটিস নেই বললেই চলে। অর্থাৎ এই ব্যাপারগুলো কিন্তু সব জায়গাতেই কমবেশি শোনা যায়। অর্থাৎ এখন এর জেনারেশন আসলে সবকিছুই হাতের কাছে এতোটাই গুছানো পায় যে, তারা আসলে কষ্ট করে কোনো কিছুই তৈরি করার কিংবা কোনো কিছু নিয়ে ভাবার সময় পায় না।
আমি কিন্তু এসব নিয়ে কথা বলতে আসিনি। অর্থাৎ একটু ভূমিকার দরকার ছিলো এবং আমার যে মূল ব্যাপারটি। সেটা হলো, আমাদের কিন্তু এবার কথা বলা উচিত আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে। অর্থাৎ আমাদের অন্তত বয়স এমন অর্থাৎ আমাদের এমন একটা বয়স আমরা এসেছি। যেখানে আসলে আমরা আমাদের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করবো।
কিন্তু দুঃখের বিষয় হলো, মানুষ এই বয়সে এসেও এখনো পর্যন্ত অন্য মানুষকে নিয়ে গসিপ করছে, গীবত করছে এবং অন্য মানুষকে নিয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছে। আর তারা এই মূল্যবান সময় নষ্ট করছে শুধুমাত্র অন্য মানুষকে নিয়ে বাজে কথা বলার মাধ্যমে। অর্থাৎ যেখানে আমাদের কথা বলার কথা আমাদের নিজেদের ক্যারিয়ার সম্পর্কে। সেখানে আমরা অন্য মানুষকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছি, হাসি ঠাট্টা করছি। অর্থাৎ বলা চলে আমাদের কাজের যে সময়। আমরা সে সময়টিকে সম্পূর্ণভাবে নষ্ট করছি।ব্যাপারটা সত্যি অনেকটাই হলো আমাদের কি বলার কথা, আর আমরা কি বলছি! আপনারা একটু ভালোভাবে ভেবে দেখবেন ব্যাপারটা কিন্তু সত্যিই এমন। অর্থাৎ আমাদের এখন নিজেদের কাজ সম্পর্কে নিজেদের আইডিয়া সম্পর্কে আলোচনা করা উচিত। আর সেখানে আমরা অন্যকে নিয়ে সময় কাটিয়ে দিচ্ছি।
নিজের দোষ-ত্রুটি মানুষ খুজে পাই না।কিন্তু অন্যকে বলার মাঝে কোনো কিন্তু রাখেনা।কথাটা এই যুগের সবচেয়ে বড় সত্যি কথা।