টেক্সটাইল ইন্ডাস্ট্রি

loom-4564223_1920.jpg

Source

আমরা অনেকেই মনে করি টেক্সটাইল ইন্ডাস্ট্রির শুধুমাত্র কাপড়ের জন্য বিখ্যাত কিন্তু আর টেক্সটাইল ইন্ডাস্ট্রি কাপড়ের বাহিরে অনেকগুলো ইন্ডাস্ট্রিরও বেসিক কিছু কাজ করে থাকেন যেটা আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছাড়া করা প্রায় অসম্ভব। যাইহোক সেই বিষয়ে আজ কিছু বলছি না। আজ টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে বেশি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভূমিকা কতটুকু সেটা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব।

বর্তমানে বাংলাদেশের ৮০% এর উপরের টেক্সটাইল শিল্প থেকেই কিন্তু আয় হয়। কিন্তু এর পরেও এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রতি বাংলাদেশ সরকারের গুরুত্ব অনেকটাই কম বলে মনে হয় আমার কাছে। কারণ যেখানে সরকারি ইন্ডাস্ট্রিগুলো পদে পদে বন্ধ হয়ে যাচ্ছে এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কেউ বিভিন্ন ধরনের চাপের মধ্যে রাখা হচ্ছে। যদিও এসব কোন খবরেই বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল কিংবা পেপার পত্রিকায় দেখানো হয় না। তবে আমি যেহেতু এ লাইনেরই মানুষ এবং আমিও দীর্ঘদিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি করেছিলাম তাই এই বিষয়গুলো আমি ভালোভাবেই জানি।

বাংলাদেশের তুলা তেমন উৎপাদন হয় না, বরঞ্চ তুলো গুলোকে আমদানি করে আনতে হয়। সাধারণত বাংলাদেশের সব থেকে বড় বায়ার হচ্ছে ভারত এবং আফ্রিকার কয়েকটি দেশ। যারা বাংলাদেশের কাছে তুলা বিক্রি করে সেখান থেকে তুলা এনে, আমরা তুলা থেকে সুতার উৎপাদন করি এবং সেখান থেকেই বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করে বাহিরের দেশে রপ্তানি করে থাকি। সব বিছুই বাংলাদেশে করা হয় এবং বাংলাদেশের বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে এবং প্রযুক্তিগত থেকেও অনেকটাই উন্নতির পথে রয়েছে।

টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা অনেক ছোট বলে মনে করি তবে এর কার্যকলাপ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের জন্য অপরিসীম। কোনোভাবে যদি টেক্সটাইলের বিষয়গুলো নষ্ট হয়ে যায় তাহলে পুরো বাংলাদেশের অর্থনীতি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই শিল্পের উপর সকলের একটু বেশি দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত বলে আমি মনে করি। আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.038
BTC 104905.52
ETH 3328.17
SBD 4.58