অহংকারীর পতন নিশ্চিত

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু কিছু মানুষ দেখবেন সবকিছু খুব ভালো পারে। অর্থাৎ যাদেরকে বলা হয় পারফেকসনিস্ট। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষকে দেখবেন যে অনেক বেশি অহংকার করে তারা। অর্থাৎ তারা যে সবকিছু পারে কিংবা তাদের যে পারদর্শীতাটা রয়েছে। সেটা নিয়ে তারা অসম্ভব রকমের অহংকার করে। কিন্তু আমি আসলে এই ধরনের মানুষদেরকে একেবারেই পছন্দ করি না। কারণ কেউ যদি খুব বেশি ভালো করে কোনো কিছু জানে। তাহলে তার পরবর্তী দায়িত্ব হয় অন্যদেরকেও সেটা জানানো এবং অন্যদেরকেও সেটা ভালোভাবে বোঝানো।

কিন্তু শিক্ষিত অহংকারী মানুষজন দেখবেন যে সব সময় অন্যকে পড়ানোর চেয়ে তুচ্ছ তাচ্ছিল্যটাই বেশি করে। অর্থাৎ তাদের জ্ঞান যে কতোটা সমৃদ্ধশালী এবং সে যে কতটা জ্ঞানী সবসময় সেটাই মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। আর তার চেয়ে অনেকটা কম মানুষকে বোঝায়। কিন্তু সেখানে প্রয়োজন ছিলো মানুষকে বেশি বোঝানো এবং নিজে কতো বড়, কতো কিছু সেটা কম বুঝানো।

তাই একটা ব্যাপার একটু খেয়াল করলেই দেখবেন যে, এসব মানুষের আসলে পতন একেবারে নিশ্চিত থাকে। কারণ তারা তাদের নিজেদেরকে নিয়ে এতোটা মোহাচ্ছন্ন থাকে যে, আশেপাশে কি হচ্ছে সেটা তারা খেয়ালই করতে পারে না এবং তারা আসলে সেসব দিকে মাথাও ঘামায় না এবং তারা তাদের নিজেদের অবস্থানটাকে কখনো বদলানোর চেষ্টা করে না। কারণ তাদের মধ্যে একটা দাম্ভিকতা সব সময় থেকেই যায়। যে সে সবকিছুই পারে আর তার এই দাম্ভিকতাটাই তার সব কিছুর নষ্টের মূল হয়ে দাঁড়ায়। কারণ সে একই অবস্থানে পরে থাকে আর পৃথিবী এগিয়ে যায়। আর তখন সে পৃথিবীর সাথে আর তাল মেলাতে পারে না।

তাই সব সময় আমাদের মনে রাখা উচিত যে অহংকার করা কখনোই ভালো নয়। কারণ অহংকার পতনের মূল। কারণ সৃষ্টিকর্তা এই অহংকার ব্যাপারটা একেবারেই সহ্য করে না। কারণ তিনি আমাদের সকলকে জ্ঞান দান করেছেন, যেনো সেটা আমরা ভালো কাজে লাগাতে পারি।
Sort:  
 28 days ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। তবে অল্প বিদ্যা খুব ভয়ঙ্কর। যারা একটু একটু জানে বিভিন্ন বিষয়ে তারা অনেক বেশি অহংকারী হয়ে ওঠে। এসব অহংকারী ব্যক্তিকে কেউই পছন্দ করে না। তবে আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো।

 28 days ago 

অহংকার পতনের মূল এবং এটা আমাদের সবাইকে অবশ্যই বিশ্বাস করতে হবে। অহংকারী ব্যক্তি সবসময়ই নিজেকে বড় মনে করে। তাইতো অহংকারী ব্যক্তি কে কেউ পছন্দ করে না। তাছাড়া সৃষ্টিকর্তা অহংকারী ব্যক্তিকে ঘৃণা করে। তাই অহংকার না করে কেউ কিছু পারলে বা কোনো বিষয়ে দক্ষ হলে, অন্যকে অবশ্যই শেখানো উচিত। কারণ জ্ঞান দান করলে, জ্ঞানের ভান্ডার থেকে জ্ঞান কখনোই কমে না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59722.01
ETH 3267.61
USDT 1.00
SBD 2.36