ভাইরালের বাংলাদেশ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকালকার আমাদের দেশের কথা যদি বলি। সে ক্ষেত্রে আমাদের দেশটা যেনো ভাইরাল এর যুগ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি যদি ঘরে বসে থাকেন এবং আপনার কাছে যদি চাকরি না থাকে এবং আপনার যদি খুব দৈন্য অবস্থায় চলে অর্থাৎ ধরুন একেবারে ভাত রান্না করার চাল টুকুও নেই। তবে সে ক্ষেত্রে আপনার প্রথম মুভমেন্ট হবে, একটু আপনি যদি ভাইরাল হতে পারেন। অর্থাৎ আপনি যদি একটাবার ভাইরাল হয়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনি রাতারাতি আঙ্গুল তুলে কলা গাছ হওয়া কোনো ব্যাপারই নয়।

হয়তো এই কথাগুলো শুনতে খুব অদ্ভুত লেগেছে আপনার কাছে। কারণ এভাবে কি হয়? কিন্তু সত্যি কথা যদি আপনি আমার কাছে জানতে চান। তাহলে সত্যিই এভাবেই হয়। কারণ বাংলাদেশ বর্তমানে এমনভাবে ভাইরালের টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় এবং এমন কিছু পাগল ছাগলকে ভাইরাল করা হয়। তারা আসলে কি বলে তারা নিজেরাও জানে না। এবং এভাবে এসব বলে বলেই তারা টাকা ইনকাম করে, সেই সাথে মিডিয়াও।

কারণ আমি এমন অনেকগুলো মানুষকে দেখেছি , বর্তমানে নাম প্রকাশ করছি না। কিন্তু একজন মহিলা রয়েছে। তাকে দেখলাম কয়েকদিন আগে যে, তার কয়েক মাসের বাচ্চাকে সে শুধুমাত্র ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বেশি বেশি শেয়ার হওয়ার জন্য মেকআপ করাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন কয়েক মাসের একটা বাচ্চার মুখে হেভি মেকআপ দেওয়া হচ্ছে, এটা কোন ধরনের কথা?

তাহলে এবার আপনি ভাবুন যে , আমাদের বাংলাদেশে ভাইরাল ব্যাপারটা কতো বেশি মানুষ খাচ্ছে! যে কারণে মানুষ এখন শুধু ভাইরাল হতে চায় সেটা যে কোনো মূল্যে। আসলে ভাইরাল ভাইরাল করে কিছু খারাপ ব্যাপারকে প্রমোট করে আমাদের দেশের মিডিয়া কতোটা খারাপ কাজ করছে সেটা হয়তো তারা আন্দাজ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তাদের পরিবারের সেই বিষয়টি প্রভাব ফেলছে।

কারণ বর্তমানে যেসব জিনিস ভাইরাল হচ্ছে। সেসব বেশিরভাগই একেবারেই নেগেটিভ এবং অপ্রয়োজনীয় কিছু জিনিস। যেগুলো মানুষের মনে খারাপ প্রভাব ফেলছে।
Sort:  
 28 days ago 

কারণ বর্তমানে যেসব জিনিস ভাইরাল হচ্ছে। সেসব বেশিরভাগই একেবারেই নেগেটিভ এবং অপ্রয়োজনীয় কিছু জিনিস।

একেবারে যথার্থ বলেছেন। বর্তমানে যতসব ফালতু ফালতু ভিডিও অহরহ ভাইরাল হয়ে যাচ্ছে। সেসব ভিডিও যে মানুষ কেনো দেখে, সেটাই বুঝি না। কিন্তু তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার দেখলে অবাক হয়ে যেতে হয়। তখন শুধু একটা কথাই মাথার মধ্যে ঘুরপাক খায়,বাংলাদেশের একেবারে লোয়ার ক্লাসের বেশিরভাগ মানুষ এখন ইউটিউব এবং ফেসবুক ইউজ করে। তাদের রুচিবোধ একেবারেই নেই। মূলত তাদের কারণেই এসব ফালতু টাইপের ভিডিও ভাইরাল হচ্ছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59722.01
ETH 3267.61
USDT 1.00
SBD 2.36