টাইম ট্রাভেল
টাইম ট্রাভেল নিয়ে এখন পর্যন্ত কোন মুভি দেখেনি এমন মানুষ হয়তো অনেক কম রয়েছে। এই টাইম ট্রাভেল মুভি গুলো দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে কিন্তু কখনো কি আপনার কল্পনা করেছেন যে এই টাইম ট্রাভেল কি আসলেই করা সম্ভব কিনা? কিংবা বিজ্ঞানের ভাষায় টাইম ট্রাভেল কিভাবে দেখা হয়। সে সব বিষয়ে সংক্ষিপ্ত আজকের আলোচনা করে নেব।
সবার আগে বুঝতে হবে সময় বিষয়টা কি? আমরা যতদূর জানি সময় হচ্ছে একটি স্পেস এর কার্ভ অর্থাৎ আমাদের এই স্পেস যদি একটি সম্পূর্ণ কাপড় হয় সেই কাপড়ের উপরে কতটা ভর কোন বস্তু দিচ্ছে সেই হিসাব করেই সময় সেখানে সময় অতিবাহিত হয়। যেমন আমাদের পৃথিবীতে যে রকম সময় অতিবাহিত হচ্ছে ঠিক তেমনি ভাবে যদি ব্ল্যাক হোলকে আমরা চক্কর করি তাহলে আমাদের সময় অনেকটাই কম অতিবাহিত হবে। এবং এটা ইতিমধ্যে ক্যালকুলেশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
তাহলে আমরা যদি বড় কোন ব্ল্যাক হোলকে দুই তিন বছরের জন্য চক্কর দিতে চলে যাই। তাহলে আমাদের পৃথিবীতে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে এবং আমরা যখনই ফিরে আসবো তখন আমাদের কাছে মনে হবে পৃথিবীতে ২০০-৩০০ বছর অতিবাহিত হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারি ক্যালকুলেশন অনুযায়ী ভবিষ্যতে ট্রাভেল করা হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনেকটা সহজ হবে। কিন্তু অতীতে এখন পর্যন্ত কোন টাইম ট্রাভেল করা যাবে কিনা সেই বিষয়ে বিজ্ঞানের এখনো কিছু জানান নি এবং এই বিষয়ে এখনো গবেষণা চলছে। তবে আপনার কি মনে হয় এটা কি কখনো সম্ভব হবে বাস্তব জীবনে? যদি আপনার কাছে মনে হয় তাহলে সেটা অবশ্যই মন্তব্যে লিখতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।