শিক্ষক দিবসের কিছু উপহার ( 10% @shy-fox এবং 5% @abb-school এর জন্য বরাদ্দ )

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

তারপর কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন তো। শিক্ষক দিবস তো গেলো ৫ তারিখ। আছেন নাকি কেউ এখানে শিক্ষকতা পেশার সাথে যুক্ত? ছাত্রছাত্রীরা পালন করল শিক্ষক দিবস?

82058c4e-8598-414e-ba38-2fb00a956775.jpg

আমি নিজে ব্যক্তিগতভাবে বিরোধী এই শিক্ষকদিবস পালনের। মানে ঠিক ওই শিক্ষক দিবস পালনের বিরোধী নই‚ শিক্ষক দিবস পালনের নামে ছাত্রছাত্রীদের বাবা মায়ের একগাদা টাকাকড়ি খরচ করানোর বিরোধী। কারণ আমি নিজেও গরীব ঘরের ছেলে ছিলাম। তাই হিসাবের বাইরে টাকাপয়সা খরচ হলে পরিবারে কতটা অসুবিধা হয় তা আমি জানি।

8977ea33-b195-4622-91e4-af53979ba1aa.jpg

ওহ হ্যাঁ‚ যারা অভারতীয় মানে বাংলাদেশী যারা এখানে আছেন তারা বেশিরভাগই নিশ্চয়ই জানেন না শিক্ষক দিবস বিষয়টা। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণান ছিলেন একজন জনপ্রিয় শিক্ষক। একবার তাঁর জন্মদিনে তাঁর ছাত্রছাত্রীরা সম্মানজ্ঞাপক অনুষ্ঠান করার অনুমতি চাইলে তিনি জানান যে কোনো ব্যক্তিকেন্দ্রিক অনুষ্ঠান তিনি পছন্দ করেন না। তাই তারা যদি পৃথিবীর সমস্ত শিক্ষকদের সম্মান জানিয়ে যদি কোনো অনুষ্ঠান করতে পারে তবেই যেন করে। সেখান থেকেই শুরু হল ৫ই সেপ্টেম্বর রাধাকৃষ্ণানের জন্মদিনে শিক্ষক দিবস পালন।

4f5201a0-6031-4487-af44-f290157d983c.jpg

যদিও হ্যাঁ‚ আমাদের দেশে আরো একটা দিন শিক্ষকদের জন্য নিবেদিত আছে হাজার হাজার বছর ধরে। আর তা হল গুরুপূর্ণিমা। যদিও সূক্ষ্মভাবে ধরতে গেলে গুরু আর শিক্ষকের মধ্যে কিছুটা পার্থক্য আছে। গুরু অর্থাৎ যে আলোর পথ দেখায়। অন্যদিকে শিক্ষক অর্থাৎ যে শিক্ষা দেয়। বা বলা যেতে পারে গুরুরই একটা সংকীর্ণ অংশ হল শিক্ষক। আর তাছাড়া গুরু অর্থে বোঝায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সেইসব শিক্ষকদের যারা শিক্ষা দেওয়ার বদলে কোনো টাকাপয়সা নিতেন না। প্রাচীন ভারত কেন? ব্রিটিশ আমল পর্যন্ত এই নিয়ম বজায় ছিল। সিরাজউদ্দৌলার আমলে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে এক বিখ্যাত গুরু ছিলেন বুনো রামনাথ। ছাত্ররা তার বাড়িতে থেকে শিক্ষা নিত। বদলে তিনি কোনো অর্থ নিতেন না। কিন্তু এদিকে তিনি ছিলেন প্রচন্ড দরিদ্র।

332e337e-5db0-4ba1-88ae-3c5fb75bbc8d.jpg

তাই তার দারিদ্র দেখে রাজা কৃষ্ণচন্দ্র একদিন নিজে তাঁর বাড়িতে গেলেন তাকে জমিজমা উপহার দিতে। কিন্তু সেসব শুনে রামনাথ ফুৎকারে সব উড়িয়ে দিয়ে বলল -

না, আমার কিছুই অনটন নাই; আমার কয়েক বিঘা ভূমি আছে, তাহাতে যথেষ্ট ধান্য উৎপন্ন হয়, আর সম্মুখে এই তিস্তিড়ী বৃক্ষ দেখিতেছেন, ইহার পত্র আমার গৃহিণী দিব্য পাক করেন, অতি সুন্দর লাগে, আমি স্বচ্ছন্দে তাহা দিয়া অন্ন আহার করি।
Source Wikipedea

অর্থাৎ, তাঁর কোন অভাব নেই, ঘরে চাল আছে আর গাছে তেঁতুল পাতা আছে, সুতরাং উদরপূর্তির কোনও চিন্তা নেই

এই হল আদর্শ গুরুর উদাহরণ! সৎ‚ সরল‚ নির্লোভ একটা মানুষ! অন্যদিকে বর্তমান দিনের শিক্ষকরা লোভী এমন বলছিনা কিন্তু তারা আগেকার দিনের মতোও নন অবশ্য। শিক্ষা আগে ছিলো দানের সামগ্রী‚ এখনো আমরা তাকে বানিয়েছি ব্যবসার সামগ্রী।

f92ad7f0-7055-478c-ad80-c6ce1c7712d0.jpg

যাইহোক‚ যেখানে ছিলাম। আমার ব্যাচে শিক্ষক দিবস। আমি ছাত্রদের সবসময়ই বলি টাকা খরচ করে গিফট না দিতে। আসলে কোনো গিফট দিতেই বারন করি। কিন্তু বাচ্চাগুলো তাও শোনে না। ওদেরও শখ‚ অন্য সব ব্যাচে সব ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের কত উপহার দেয়। ওরাও দেবে। অগত্যা বাধ্য হয়ে শুধুমাত্র পেন দিলে নেব এমন শর্ত দিয়েছি। ওরাও খুশি হয়েছে। এই রইলো ওদের কিছু উপহার!

32b613f0-06a7-422f-8fda-a8c807d2206b.jpg

পুনঃ এখনো ওদের শিক্ষক দিবসের খাওয়ানো হয়নি। যেদিন খাওয়াবেন সেদিন আবারও ছবি পোস্ট করব।

f7e87ab4-100e-467a-ae9d-ecaec53ac386.jpg

Sort:  
 2 years ago 

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

এছাড়াও আপনার কিছু লেখা অন্যত্র থেকে সংগ্রহ করা আছে ,কিন্তু আপনি সোর্স উল্লেখ করেননি।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

https://www.istockphoto.com/photo/bouquet-of-flowers-and-notebooks-with-

 2 years ago 

দুঃখিত। আমি ভুল করে ছবিটা নিয়ে ফেলেছিলাম। ডিলিট করে দিচ্ছি

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96605.56
ETH 3461.33
SBD 1.57