You are viewing a single comment's thread from:
RE: ঈশ্বরের নিজের দেশ । কেরালা ভ্রমন পর্ব -৩
তোমার চোখ দিয়ে ঈশ্বরের নিজের দেশ কেরালা দেখতে পেলাম।জীবনে কখনো যেতে পারবো কিনা জানিনা কখনো কল্পনাও করতে পারি না যে যাবো!মন্দিরের বাহিরের দৃশ্য দেখেই চোখ জুড়িয়ে গেল না জানি ভেতরকার দৃশ্য আরো কত চমৎকার ছিলো..!ফোন নেওয়ার পারমিশন থাকলে হয়তো বা ভিতরের দৃশ্যগুলো দেখতে পেতাম!তবে যোতটুকু দেখলাম তাতেই শান্তি লাগছে।ওখানে গিয়ে ঘরোয়া পরিবেশের খাবার পেয়েছো এবং সেই সাথে বাঙালির দেখা সব মিলিয়ে অনেক ভালো সময় কাটিয়েছো তা তোমার পোস্ট পড়েই বুঝতে পারলাম।অসম্ভব সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।ঈশ্বর তোমাকে ভাল রাখুক আর তোমার মাধ্যমে যেন আমরা আরো অনেক ভালো কিছু জানতে পারি দেখতে পারি সেই প্রত্যাশা করি।🙏❤️
মন্দিরটা তো ঐতিহাসিক। খুব বিখ্যাত মন্দিরের একটা। এর মাহাত্ম্য অনেক৷ তবে খুব কড়াকড়ি নিয়ম। চুরি করেও ছবি তোলা যায় না৷ আর ভেতরে তো কোনভাবেই না৷ সত্যিই বৃষ্টি সেই অপূর্ব স্থাপত্যের ছবি তুলে আনতে পারলে দেখতে। মানুষ তখনকার দিনে ছেনি হাতুড়ি দিয়ে এতো সুক্ষ্ম কারুকাজ করেছেন। আর জানো সিলিং এ কিছু কাজ ছিল আর সেগুলো প্রতিটা কড়িবর্গার সাথে যুক্ত। সব কটার একই মাপ। কিভাবে মানুষ এমন কাজ করত সেটাই আশ্চর্যের৷
জীবন সুযোগ দিলে চলে এসো। ভালো লাগবে৷