এটা খুবই হাস্যকর,😅কারণ এটা আমাদের এলাকায় এই নামে কখনো কোনো জিনিসের নাম শুনিনি!ইদানিং ফেসবুককে প্রায় সময় উপজাতিদের ভিডিওতেই পিঠা দেখা যায় তাতেই বুঝতে পেরেছি এটা উপজাতিদের জনপ্রিয় একটি পিঠা।তুমি যেহেতু খাগড়াছড়িতে উপজাতিদের সাথে বেশ উঠাবসা করেছো তাই তোমার জানার কথা।নাম যেমনই হোক না কেন দেখতে খুব সুন্দর হয়েছে আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ উপজাতিদের এই পিঠা। দেখতে যেমন সুন্দর খেতে তেমনি সুস্বাদু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।