বিদেশি ফল খাওয়ার চেয়ে আমাদের দেশীয় ফল খাওয়া শরীরের জন্য বেশি উপকারী।ছোটবেলায় আমারও অনেক শালুক খেয়েছি।তারপর শিমুল আলু আমাদের বাড়িতেই হতো তবে খুব একটা খাওয়া হয়নি এই আলু খেলে একটু মাথা ঘোরায় আমার এরকম হয়েছে তারপর থেকে আর খাওয়া হয়নি।কেসর খেতে আমি খুবই পছন্দ করি শীতকাল এলেই কেসর খাই অনেক।সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
জানিনা আপু খেতে কেমন দেখলাম ওরা রেখেছে সেখান থেকে ছবি তুলে আনলাম খাওয়ার ইচ্ছা করেনি আর ।