কথা শব্দ টা অনেক ছোট কিন্তু এর মানে অনেক রকমের হয়।কথা হয় একরকম আর আস্তে আস্তে সেটার মানে অন্য রকমভাবে ছড়ানো হয় আরেক জনের কাছে।তাই আমার মনে হয় শোনা কথায় কান দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়।আমি মনে করি তুমি খুবই বিচক্ষণ একজন মানুষ যাচাই-বাছাই ছাড়া কাউকে কিক-আউট করার আগে সেই ব্যক্তিকে তার দোষ সম্পর্কে জানান দেওয়া উচিত,তার কারণ হলো এ-যুগে কেউ কারো রাগ অভিমান নিয়ে ভাবে না বা ভাবার সময় নাই।যাইহোক আশাকরি খুব শীঘ্রই তোমার ভ্রান্ত ধারণা গুলো বদলে যাবে আর এই প্রত্যাশায় করি।ঈশ্বর সবার সুবুদ্ধি প্রদান করুক।ধন্যবাদ।
সেটাই দিদিভাই। ঈশ্বর সবার সুবুদ্ধি প্রদান করুক। সবাই যার যার মতো সুখে থাকুক, আনন্দে থাকুক, এটাই চাওয়া।