ভুল করা কোনাে সমস্যা নয়,কারণ যে ভুল করে না সে মানুষ নয়।মানুষ মাত্রই ভুল হতে পারে কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়াটা হলো সবচেয়ে বড় বোকামি।জীবনে চলার পথে চলতে গিয়ে একটা সময় গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি আর তখনই কাজের আগ্রহ হারিয়ে ফেলি।তাই নিজেকে কিছুটা সময় দেওয়া উচিত যাতে করে নিজের ভুলগুলো কে শুধরে নিয়ে নতুন উদ্যমে আবারও কাজে মনোনিবেশ করতে পারি।আপু আপনি সবসময়ই অনেক শিক্ষনীয় বিষয় তুলে ধরেন আজকেও ঠিক তেমনি অনেক সুন্দর ও শিক্ষনীয় পোস্ট শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।❤️
নতুন উদ্যম টাই অনেকে পাই না আমরা।এটাই মূল সমস্যা।