কলার মোচা আমার খুবই পছন্দের একটি খাবার।আমি তো মাঝে মাঝেই কলার মোচা রান্না করে খাই।তবে কখনো চপ করে খাওয়া হয়নি।একদম ঠিক বলেছো আমাদের প্রতিনিয়ত নিরামিষ খাবার খেতে হয়।আর যদি নিরামিষের দিনে এরকম লোভনীয় সুস্বাদু চপ থাকে তাহলে আর কিছুই লাগবে না।মোচার চপ দেখতে এতটাই লোভনীয় লাগছে যা দেখেই খেতে মন চাইছে।পরবর্তী সময়ে অবশ্যই ট্রাই করবো।অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি তো মাঝে মাঝেই কলার মোচা খেয়ে থাকেন। এভাবে চপ করে খাবেন খুব ভালো লাগবে।ধন্যবাদ