বর্তমানে এ্যালার্জির সমস্যা অনেক বেড়ে গেছে প্রায়ই মানুষের এ্যালার্জির সমস্যা দেখা যায়।আমাদের বাসায় এক আন্টি ছিলো ওনা৷ প্রচুর এ্যালার্জির সমস্যা ছিলো কোনো ঔষধে কাচ করতো না। আন্টিকে কে দেখতাম বড়ই পাতা খেতে আমি তখন বিশ্বাস করিনি যে এই পাতা খেয়ে কমবে।ওমা কিছুদিন পর দেখি আন্টির এ্যালার্জি অনেক অনেক কমে গেছে দেখে আমি অবাক। আসলে আমরা যদি সবসময় ঔষধ নির্ভরশীল না হয়ে হারবাল কিছু গাছপাতা খেয়ে নিজেদের রোগ গুলো কন্টোল করতে পারি তাহলে সবদিক থেকেই অনেক উপকার হবে।আপু আপনার ঔষধ টি শিখে রাখলাম অবশ্যই নিজের কারো সমস্যা হলে ট্রাই করবো।অনেক উপকারী একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আসলে আমাদের কোন সমস্যা দেখা দিলেই আমরা সেটা ওষুধের মাধ্যমে খুব তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করি ।কিন্তু প্রাকৃতিকভাবে আমরা খরচ ছাড়াই এসব সমস্যা অনেক অংশে কমিয়ে আনতে পারি। এই ধরনের ওষুধ গুলো তৈরি করে খেলে আমাদের শরীরের কোন সাইড ইফেক্ট হবে না বরং শুধু উপকারী হবে। তাই আমি ওষুধের পাশাপাশি এগুলো খাওয়ার চেষ্টা করি।