নতুন বছরের নতুন সূচনা।

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি,সুস্থ আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে!

নতুন বছরের আগমনের সঙ্গে আসে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং আনন্দের এক অদ্ভুত অনুভূতি।পুরোনো ভুলগুলো ভুলে নতুন শুরুর জন্য প্রস্তুত হওয়া।আগের দিনে নতুন বছর আসার আগেই অনেক আনন্দ উৎসাহ নিয়ে থাকতাম,কবে নতুন বছর আসবে।থার্টি-ফাস্ট নাইটে পিকনিক আতশবাজি আনন্দ উল্লাস করে নতুন বছর কে স্বাগত জানানো সবমিলিয়ে অসাধারণ মুহূর্ত উপভোগ করেছিলাম।সময়ের সাথে সাথে দায়িত্ব বেড়ে যায় আর তখন বিশেষ দিনগুলোতে আর তেমন কোনো আনন্দ উপভোগ করার ইচ্ছে আসে না।এখন বছরের শেষ মানেই বাচ্চাদের ফাইনাল পরীক্ষা নতুন বছরের শুরুতে নতুন ক্লাসে ভর্তি নতুন ড্রেস নতুন বই কেনা এগুলো নিয়ে ভাবতে ভাবতেই সময় কখন কোনদিক দিয়ে পার হয়ে যায় তা বুঝতে পারি না।দায়িত্ব পালন করতে গিয়ে এখন বছরের প্রতিটি দিনই সমান মনে হয়।

IMG_20250106_111505.jpg

IMG_20250106_111521.jpg

এবারের নতুন বছরের প্রথম দিনই বেড়িয়ে পড়লাম দুই মেয়েকে গানের একাডেমিতে ভর্তি করানোর উদ্দেশ্যে।আমি ছোটবেলা থেকেই সঙ্গীত প্রিয় একজন মানুষ।ইচ্ছে থাকা সত্বেও সুযোগ সুবিধার অভাবে গান শেখা হয়ে উঠেনি। পরবর্তী সময়ে একটু সুযোগ আসছিলো তবে সেটা খুব বেশি দিনের জন্য নয়!গানের হাতেখড়ি হতে না হতেই আমার গান শেখা বন্ধ হয়ে যায়।আর তখন থেকেই ইচ্ছে ছিলো যে আমার সন্তানদের গান শেখানোর যাতে করে আমার শখ গুলো ওদের মাধ্যমে পূরণ করতে পারি!সেই আশায় দুই মেয়েকেই গান শেখানো শুরু করি।বড় মেয়ের গান আপনারা সবসময়ই শুনে আসছেন,ও মোটামুটি ভালোই গান করে কিন্তু আমি চাই গান নিয়ে ও আরও অনেক দূর এগিয়ে যাক।তাই এবার শিল্পকলায় ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।

IMG_20250106_111536.jpg

শিল্পকলায় গান শেখার অনেক গুলো সুফল আছে প্রথমত এটা একটি সরকারি প্রতিষ্ঠান তাই খরচ খুবই কম।ভর্তিসহ ১২ মাসের বেতন সবমিলিয়ে মাত্র ১৬০০ টাকা যা বর্তমান সময়ে খুবই সামান্যই বলা চলে।তারপর এখানকার শিক্ষক শিক্ষিকারা সকলেই অনেক গুণী শিল্পী দ্বারা পরিচালিত হয়। গানের সাথে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে গান শেখানো হয় যাতে করে গানের তাল লয় সবকিছুই ঠিকঠাক ভাবে আয়ত্ত করতে পারে,তাতে করে একজন পরিপূর্ণ গায়কী হতে পারে।সবমিলিয়ে শিল্পকলা একাডেমি আমার কাছে বেস্ট মনে হয়েছে।

IMG_20250106_111729.jpg

প্রথমে শিল্পকলা একাডেমি অফিস রুমে গেলাম দুজনের জন্য দুটো ভর্তি ফরম পূরণ করলাম তারপর দুই কপি করে চার কপি করে ছবি জন্ম নিবন্ধনের ফটোকপি ও ৩২০০ টাকা দিয়ে দুজনকে উন্মুক্ত শাখায় ভর্তি করানো হলো।আমার একটা সুবিধা হয়েছে দুই মেয়েই উন্মুক্ত শাখায় পড়েছে তা না হলে একটু সমস্যা হয়ে যেতো।শাখা আলাদা হলে সঙ্গীত ক্লাস আলাদা সময়ে হবে সেক্ষেত্রে আমার জন্য সমস্যা হয়ে যেতো।একইসময়ে ক্লাস আমার জন্য খুবই ভালো হয়েছে।সবমিলিয়ে আমি অনেক খুশি নতুন বছরে নতুন দিনের সম্ভাবনা নিয়ে নতুনভাবে আবারও নতুন উদ্যমে শুরু করতে চাই।আপনারা সবাই আমার সন্তানের জন্য আশীর্বাদ দোয়া করবেন যাতে আগামীতে আরও অনেক ভালো কিছু উপহার দিতে পারে।

IMG_20250106_111638.jpg

সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে এখানেই শেষ করছি।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxjKJArHq7pMcxbrR68rpWSk5szypPkRxehi1ennJCAQns4ZHJhX3jZu9bF4dM...QupMZMXmBS4xXZG99M87px48bfqKir7P6LAFLX7xazKN9GzHCW8CsKaSYT34EZ1QWUFNrxTRnr5Kt6t6MpkUnx83wmMV94xMPanMdFywnT1Trh7TnqzMYjNjth.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আপনার গান শেখার ইচ্ছা আপনার মেয়েরা পূরণ করছে। খুব সুন্দর গান গাইতে পারে ওরা। ভালো করেছেন নতুন বছর নতুনভাবে শুরু করে। এখন ওদের গানের চর্চা আরো ভালো হবে। দোয়া রইল বাচ্চাদের জন্য।

 4 days ago 

হ্যাঁ আপু দোয়া করবেন চর্চা করে আরও ভালো কিছু শিখে যেনো আপনাদের ভালো ভালো গান শোনাতে পারে।ধন্যবাদ আপু।

 4 days ago 
 4 days ago 

সাথে আপনিও ভর্তি হয়ে যেতে পারতেন। তাতে করে রথও দেখা হতো আর কলাও বেচা হতো। আর আমরাও গান শুনতে পেতাম। যাক দুধের স্বাদ ঘোলে মেটানো ভালো। দোয়া রইল সোনা মামনিদের জন্য যেন তারা খুব ভালো করে গান শিখতে পারে।

 4 days ago (edited)

এটা ঠিকই বলছেন জানু,দেখি ভর্তি হওয়া যায় নাকি!অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 days ago 

আমাকেও নিয়েন দেখে ভর্তি হয়ে গান শেখা যায় কিনা।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.040
BTC 92600.29
ETH 3225.61
USDT 1.00
SBD 8.08