অনুপ্রেরণা ❤️

in আমার বাংলা ব্লগ22 hours ago (edited)

"হ্যালো বন্ধুরা"

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকের ব্লগ টি শেয়ার করছি আশাকরি আপনাদের ভালো লাগবে।

দৈনন্দিন জীবনের নানা হতাশাতে অনুপ্রেরণামূলক কথা আশার আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে থাকে, মানুষের আকাঙ্খা কিংবা উচ্চাকাঙ্ক্ষার দিকে পরিচালিত করে ব্যক্তিগত বৃদ্ধি থেকে পেশাদার সাফল্য পর্যন্ত, সুখ ও সুস্থতা বৃদ্ধি থেকে অর্থপূর্ণ সম্পর্ক লালন-পালন পর্যন্ত, প্রেরণামূলক কথা আমাদের অস্তিত্বের প্রতিটি দিক গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

@hiramoni ভাবির সাথে ভালো সম্পর্ক তা আপনারা অনেকেই জানেন,আর তার মাধ্যমেই আমি এই কমিউনিটিতে যুক্ত হতে পেরেছিলাম।আমরা এখন দুজন দুই প্রান্তে থাকলেও মাঝেমধ্যে খোঁজখবর এবং কথাবার্তা হয়।গত পরশু রাতে হীরা ভাবির সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছিলো কোন একটা বিষয় নিয়ে।তখন হীরা ভাবি বলছিলো উনি কমিউনিটির কাজ করছেন এবং আমাকেও কাজ করতে বললেন।আমি অনেকদিন যাবত কমিউনিটিতে ঠিকঠাক ভাবে কাজ করছি না।আসলে ইচ্ছাকৃতভাবে না এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে কখনো শারীরিক অসুস্থতা বা কখনো মানসিক অস্থিরতা এসবের কারণেই আমি কোনভাবেই কাজে মনোনিবেশ করতে পারছিলাম না।প্রতি সপ্তাহে মনে করি এই সপ্তাহ থেকে পুরোপুরি কাজ করবো!সেভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে কাজে নামি কিন্তু দিনশেষে যেই লাউ সেই কদু!সপ্তাহের তিন-চারটা পোস্ট করি কোনো রকমে শুধুমাত্র এক্টিভ থাকার জন্য আর এভাবেই বেশ কয়েক মাস ধরে চলছে।

IMG_20240919_081730.jpg

IMG_20240919_081749.jpg

আমি সবকিছুই বুঝি যে আমাকে কাজ করতে হবে দিনশেষে মানুষের চেয়ে টাকাটা বেশি প্রয়োজন তার পরেও কেন জানি আবারো কাজের আগ্রহ হারিয়ে ফেলি।আসলে একটা সংসারের পুরো দায়িত্ব আমার উপরে বাজার ঘাট সংসারের কাজকর্ম বাচ্চাদের দেখাশুনা সবদিক সামলিয়ে দিনশেষে আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি শারীরিক এবং মানসিকভাবে। তখন আর কিছুতেই কাজে মনোনিবেশ করতে পারি না।আসলে এই বিষয়গুলো আমার কাছে অনেক জটিল মনে হয় কিন্তু যারা এর ভুক্তভোগী নয় তারা আমার সমস্যাগুলো কোনোভাবেই বুঝতে পারবে না,আর পারার কথাও নয়।আসলে যার যার ব্যথা এর যন্ত্রণা শুধু সেই বোঝে।

হীরা ভাবির সাথে আমার প্রায় কথা হয় উনি আমার বিষয়গুলো বুঝতে পারেন এবং সব সময় আমাকে ভালো ভালো কথা বলেন।সেদিনও উনি আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং এক পর্যায়ে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে বললেন যে এই সপ্তাহে যে করেই হোক সুপার এক্টিভ লিস্টে থাকতে হবে।সত্যি কথা বলতে আমারও মন চায় আবারো আগের মতো আনন্দের সহিত কমিউনিটিতে যুক্ত থাকি কিন্তু দুর্ভাগ্যবশত তা আর হয়ে ওঠে না।আমি সহজে কাউকে কথা দেই না কারণ কথা দেওয়া সজহ কিন্তু সেই কথা রাখা অনেক কঠিন।কথা দিয়ে যদি কথার মূল্যই রাখতে না পারি তাহলে সে কথা না দেওয়াই ভালো।আমার বাংলা ব্লগে কাজ করাটা আমার জন্য একটা সময় বেঁচে থাকার অবলম্বন ছিলো অনেক ভালোবাসা জড়িত আমার বাংলা ব্লগ কমিউনিটি।আর এই প্রাণের কমিউনিটিতে কাজ করতে পারাটাও আমার জন্য অনেক সৌভাগ্যের।আমি সাথে সাথে হীরা ভাবিকে বললাম আপনাকে কথা দিলাম!আজ থেকে আমি যতো সমস্যাই আসুক তারপরেও নিজের কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

হয়তো পুরোপুরি কমিউনিটিতে একটিভ হতে কিছুটা সময় লাগবে তারপরও আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।যাতে করে আমি আবারো আগের মতো নিয়মিত হতে পারি এবং সেই সাথে হীরা ভাবিকে দেওয়া কথা রাখতে পারি।আজ @hiramoni ভাবির জন্মদিন তার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো এবং তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা বোধ জানাই।শুভ জন্মদিন।❤️

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  
 21 hours ago 

আসলে দিদি যেকোনো জিনিস একঘেয়েমি হয়ে গেলে আমাদের আর ভালো লাগেনা। এটা কোন মানসিক রোগ না এটাই জীবনের নিয়ম যে কারণে আমরা বিকেল বেলা টায় একটু বাইরের দিকে বেরোতে পছন্দ করি খোলা হাওয়া নিতে বা আমাদের বাড়িতে আত্মীয়-স্বজন আসে এগুলো জীবনের রোজকার একঘেয়ে জীবন থেকে একটু সরে গিয়ে নিঃশ্বাস নেওয়া ছাড়া আর অন্য কিছুই না। আপনি বেশ দীর্ঘদিনই এখানে কাজ করছেন সে কারণেই হয়তো আপনার মনোটোনাস লাগছে। সে ক্ষেত্রে আপনি ব্লগের জন্য অন্যরকম কিছু ভাবতে পারেন নতুন কিছু যেটা এখানে কেউ করে না। মানে আমি বলতে চাইছি একঘেয়ে ব্লক না লিখে একটু অন্য ধরনের লেখার কথা ভাবতে পারেন বা নতুন কিছু সৃষ্টির কথা ভাবতে পারেন যেটা সবার সাথে ভাগ করে নেওয়া যায়। সেক্ষেত্রে দেখবেন আবার নতুন করে ভালো লাগা কাজ করছে। আসলে জীবনে নতুন এবং এক্সাইটিং কিছু এলেই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 62984.76
ETH 2472.53
USDT 1.00
SBD 2.55