বিশেষ একটি দিনের সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি।
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে।
জীবনে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করার জন্য প্রত্যেকের জীবনে বিশেষ স্মৃতি থাকা প্রয়োজন, যা আমাদের জীবনকে আরও স্পেশাল করে তুলবে। জীবনে কিছু সুন্দর দিনের মধুর স্মৃতি থাকে যাকে আঁকড়ে মানুষ সারা জীবন বেঁচে থাকার রসদ খুঁজে পায়।জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত গুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া প্রয়োজন।যা পরবর্তী সময়ে আমাদের সময় গুলোকে মনে করিয়ে দিতে পারে এবং সেই সুন্দর মুহূর্তে গুলো আমরা অনুভব করতে পারি এবং নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাই।
রামকৃষ্ণ মিশন হল একটি ধর্মীয় সংগঠন। এই সংগঠন রামকৃষ্ণ আন্দোলন বা বেদান্ত আন্দোলন নামক বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলনের প্রধান প্রবক্তা।[২] এটি একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। মিশন স্বাস্থ্য পরিষেবা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণকার্য, গ্রামোন্নয়ন, আদিবাসী কল্যাণ, বুনিয়াদি ও উচ্চশিক্ষা এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকরেছে। এটি শতাধিক সংঘবদ্ধ সন্ন্যাসী ও সহস্রাধিক গৃহস্থ শিষ্যের একটি যৌথ উদ্যোগ। রামকৃষ্ণ মিশন কর্মযোগের ভিত্তিতে কাজকর্ম চালায়।
রামকৃষ্ণ | মিশন |
---|---|
সংক্ষেপে | আর.কে.এম. |
নীতিবাক্য | আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ — "আত্মার মোক্ষ ও জগতের কল্যাণের নিমিত্ত" সংস্কৃত: आत्मनो मोक्षार्थं जगद्धिताय च |
গঠিত | ১ মে ১৮৯৭; ১২৭ বছর আগে কলকাতা,ব্রিটিশ ভারত |
প্রতিষ্ঠাতা | স্বামী বিবেকানন্দ |
ধরন | ধর্মীয় সংগঠন |
আইনি অবস্থা | প্রতিষ্ঠান |
উদ্দেশ্য | শিক্ষাবিস্তার, মানবসেবা, ধর্মীয় গবেষণা, আধ্যাত্মিকতা ইত্যাদি |
সদরদপ্তর | বেলুড় মঠ, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত |
অবস্থান | প্রায় ২০০ শাখাকেন্দ্র |
স্থানাঙ্ক | ২২.৩৭° উত্তর ৮৮.২১° পূর্ব |
এলাকাগত সেবা | বিশ্বব্যাপী |
সংঘাধ্যক্ষ | স্বামী গৌতমানন্দ |
সম্পৃক্ত সংগঠন | নব্য বেদান্ত |
আমার বাবার বাড়ির পরিবারের প্রায় সকল সদস্যই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত।তাই ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের প্রতি আলাদা একটি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে।আমার এই ছোটবেলা থেকেই ইচ্ছে যদি কখনো দীক্ষা নেই তবে রামকৃষ্ণ মিশন থেকেই নেবো।কিন্তু বিয়ের পর নাকি শশুর কুলের গুরুদেবের কাছ থেকে দীক্ষিত হতে হবে।সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির গুরুদেব কে আমি কখনো চোখে দেখিনি তার চরণে শত কোটি প্রণাম জানাই।🙏🙏কিন্তু তার পরিবারের সদস্যদের দেখেছি মাঝেমধ্যে গ্রামে আসতো এবং সকল বাড়ি বাড়ি গিয়ে তাঁরা দীক্ষা দিতো।এটা আমার কাছে একটুও ভালো লাগেনি তাই আর আমার দীক্ষা নেওয়া হয়নি।আমি সবসময় মনে প্রানে চেয়েছি রামকৃষ্ণ মিশন থেকেই দীক্ষা নিবো।
বেশ কিছুদিন ধরে আমরা বগুড়া শহরে এসেছি,আসার পর খুব একটা ঘুরে বেড়ানো হয়নি।গত মাসের ১৮ তারিখে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিলো।ভাবলাম বগুড়া রামকৃষ্ণ আশ্রমে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভোগ দিবো।আমার আগে থেকে চেনা ছিলো না তাই রাস্তা ভুল করে অন্য দিক দিয়ে যাওয়ার কারণে বেশ অনেকটা সময় লেগেছিলো।তারপর ওখানে গিয়ে পৌঁছে দেখি সকালে দুপুরের সেবা শেষ হয়ে গেছে।তাই কি আর করার ওখানকার পুরোহিত মাসের হাতে টাকা দিয়ে বললাম সন্ধ্যায় যেন আমার মায়ের নামে পূজার আয়োজন করা হয়।তারপর আমাদেরকে প্রসাদ খেতে দেওয়া হলো,প্রসাদ খাওয়া শেষে চা দেয়া হলো।খেয়েদেয়ে আমরা আশ্রমের চার দিকটা খুব ভালোভাবে ঘুরে দেখলাম।
প্রধান গেইট
রামকৃষ্ণ দেবের মন্দির
শয়নকক্ষ
বাদ্যযন্ত্র
উপহার 💗
মায়ের বাণী 🙏
সাধারণ দিনগুলোতে মানুষজন সচারাচর খুব একটা দেখা যায় না।কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে লোকজনের সমাগম অনেক বেশি হয়।বাকি দিনগুলো বেশ নিরিবিলি শান্ত পরিবেশ।সবমিলিয়ে অসাধারণ একটি দিন উপভোগ করেছি।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
পোস্টের | বিবরণ |
---|---|
ফটোগ্রাফি | পোস্ট |
ফটোগ্রাফার | @bristychaki |
ডিভাইস | Vivo Y50 |
লোকেশন | গণ্ডগ্রাম,বগুড়া |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমিও খুব রামকৃষ্ণ মিশনে যাই। ভাগ্যবশত যত জায়গায় থেকেছি প্রায় প্রতিটি জায়গাতেই রামকৃষ্ণ মিশন রয়েছে। কি যে ভালো লাগে এই শান্ত পরিবেশে চিন্তামুক্ত হয়ে চুপ করে বসে থাকতে। এইতো কয়েকদিন আগেই বেলুড় থেকে ঘুরে এলাম। পোস্ট দিয়েছিলাম। আপনাদের ওখানকার রামকৃষ্ণ মিশন থেকে বেশ ভালই লাগছে। আমারও আপনারই মতন খুব ইচ্ছে আছে মিশন থেকে দীক্ষা নেওয়ার।
রামকৃষ্ণ মিশনের নাম আগেও শুনেছি। কিন্তু এই বিষয়ে বিস্তারিত কিছু জানতাম না। এসেরকম ভাবে দেখিও নাই। ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল আপনার আপু। এবং সুন্দর ভাবে তুলে ধরেছেন অনেক কিছু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।