এইতো জীবন.....
"হ্যালো"
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকের ব্লগ টি শেয়ার করছি আশাকরি আপনাদের ভালো লাগবে।
জীবন এক অচেনা পথ, বহু রংয়ের গল্প, অনিশ্চিত পূর্ণতা। আমরা ছুটে চলি এই পথে, হাসি কাঁদি মিশে এক অপূর্ব সুরে।কখনো জয়, কখনো পরাজয়, কখনো উচ্ছ্বাস, কখনো হতাশা জীবন ঘটে চলে অবিরাম গতিতে। কিন্তু এই ছুটে চলার ফাঁসে কখনো কখনো থমকে যাওয়া দরকার, নিজের মনে প্রশ্ন ছুঁড়ে দেওয়া, জীবনের এই অভিজ্ঞতাগুলোকে কাছে টেনে ধরে তাদের সাথে কথোপকথন করা।জীবন মানে নিরন্তর ছুটে চলা..পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া.. সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন।
আমি আমার নিজের জীবন কে নিয়ে কখনোই ভাবিনি আর তাই হয়তো আজ তার খেসারত অনেক ভাবেই দিতে হয়।সারাজীবন ভর মানুষের মঙ্গল কামনা করতে গিয়ে নিজের অজান্তেই কখন নিজের ক্ষতি করে ফেলেছি তা বুঝতেই পারিনি।আজ যখন খুব কাছের মানুষের ভয়ংকর রূপ গুলো চোখের সামনে দেখতে পাচ্ছি তখন আমার হুঁশ ফিরেছে,যে এই মানুষ গুলোকে ভালোবেসেছি এই মানুষ গুলোর মঙ্গল কামনা করেছি!!যদিওবা কখনো কাউকে নিয়ে কোনো অভিযোগ আমার নেই তারপরও মানুষ তো!আর মানুষ মাত্রই খারাপ লাগা দুঃখ কষ্ট থাকবেই।পৃথিবীর কোনো মানুষই এর উর্ধ্বে নয় ঠিক আমার ক্ষেত্রেও তাই।চিন্তা করি যে মানুষ টাকে এতোকাল ধরে ভালোবাসা আদর স্নেহ দিয়ে এসেছি।আর আজ সেই মানুষ টার কাছে আমি একেবারেই অপছন্দের ব্যক্তি তার জীবনে আমার কোনো মূল্য নেই।এতোটাই খারাপ যে এক নিমেষেই আমাকে জীবন থেকে বাদ দেওয়া যায় তারমানে তার জীবনে আমার কোনো প্রয়োজন নেই।আর ওগুলো যখন মনে হয় তখন মনে করি আমার জীবন থেকে যে চলে গেছে সে তার জায়গায় ভালো থাকুক না তাতে আমার কি!
মানুষ কে ভালোবেসে সারাজীবন শুধু কষ্টই পেয়ে গেলাম।আর যখন এই কথাটা বুঝতে পারলাম তখন অনেক টা সময় পেরিয়ে গেছে ততোদিনে নিজের অনেক ক্ষতি করে ফেলছি,যা হয়তো চাইলেও আর ফিরে পাওয়া সম্ভব নয়।অল্প বয়সেই জীবন নামক বাস্তবতাটা খুব ভালোভাবে উপলব্ধি করেছি তারপরও কখনো কাউকে কিছু বলতে পারিনি।নিজের সকল দুঃখ কষ্ট সবকিছু ভুলে অন্যের ভালো থাকাটা নিশ্চিত করেছি।যখন যার যেটা আবদার সেটাই পূরণ করেছি চাওয়ার চেয়ে বেশিকিছু দেওয়ার চেষ্টা করেছি তাতে করে সবদিক থেকেই ক্ষতিগ্রস্ত আমিই হয়েছি।মানুষের ভালো করেছি যেমন কথাও শুনেছি তেমন।আমি নিজে কিছু না নিয়ে অন্য কে খুশি করতে অনেক কিছু দিয়েছি তার বিনিময়ে শুনতে হয়েছে অনেক খারাপ কথা যে কথাগুলো হয়তো কোনোভাবেই প্রকাশ করতে পারিনি বা প্রতিবাদও করতে পারিনি।শুধু কষ্ট পেয়েছি আর মাথার উপরে যে আছেন তাঁর কাছে কষ্ট টা শেয়ার করেছি।আসলে এরই নাম জীবন আপনি আমি যা দিবো তার চেয়ে অনেক গুণ বেশি ফেরত পাবো হোক সেটা বাহবা বা ধিক্কার!!
এখন প্রায়শই এ কথাগুলো নিয়ে ভাবি কিন্তু ভেবে যদিওবা কোনো কুল কিনারা পাই না তারপরও ভাবি।
আসলে আমরা চাইলেই সবকিছু ভুলতে পারি না ভোলা সম্ভব নয়।কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা খুব সহজেই সবকিছু ভুলতে পারে এটা ভুলে যায় যে তার জন্য কে কি বা কতটুকু করেছে!তবে আমি মনে করি যে মানুষেরা তার রাগ অহংকার দাম্ভিকতাকেই বেশি প্রাধান্য দেয়,আর একজন মানুষ যখন এগুলো কে বেশি প্রাধান্য দেয় তখন তার কাছে আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কোনো মূল্য নেই। যে নিজের অতীত টাকে এক নিমেষেই ভুলে যায় যার কাছে সম্পর্কের,ভালোবাসার চেয়ে জেদ অভিমানের দাম বেশি আমি মনে করি সে আর যাইহোক মানুষের পর্যায়ে পড়ে না।
একটা মানুষ নিজেকে অনেক ভাবে পরিবর্তন করে। পৃথিবীতে সবথেকে বেশি পরিবর্তন হয়ে থাকে এই মানুষ। একজন মানুষের মন কখনোই এক জায়গায় স্থির হয়ে থাকে না। সময়ের সাথে সাথে সে নিজেকে পরিবর্তন করে ফেলে। কখনোই একটা মানুষ পরিবর্তন হওয়া ছাড়া নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে না। তাই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে পরিবর্তন করতে হবে কখনই এক জায়গায় স্থির থাকা যাবে না।আর আমার পরিবর্তনের জন্য সেই সকল মানুষ কে মন থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।কারণ তাদের এই ধরণের মানসিকতা জাহির না করলে হয়তো আজও নিজের ভুল গুলো বুঝতাম না, আর সারাজীবন ভর বোকাই থেকে যেতাম।কখনোই নিজেকে পরিবর্তন করতে পারতাম না।
ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.