কথার উপকার।

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে কথা দিয়ে কিভাবে মানুষের উপকার করা যায় সেই পোস্ট টি আপনাদের সাথে শেয়ার করছি আশাকরি আপনাদের ভালো লাগবে।

মানুষের একটি বিশেষ গুণ হচ্ছে সুন্দর করে কথা বলা। মিষ্টভাষী হওয়া, যারা সুন্দর করে কথা বলেন তারা সুবচনে-সুহাসী, তাদের কথায় জাদু আছে যা মানুষের মনকে মুগ্ধ করে,স্নিগ্ধ মন ও পরিবেশ সৃষ্টি করে।মুখের ভাষাই হচ্ছে কথা,কথা বোঝার ও বোঝানোর জন্য অনেক শব্দ ব্যবহার করা হয়। এই শব্দগুলো যতো সুন্দর স্পষ্ট হবে কথা ততো সুন্দর হবে।কথা দুই রকম হয় সুন্দর ও অসুন্দর। ভালো অথবা মন্দ কথা। ভালো কথার অর্থ ভালো, সুন্দর ও কল্যাণকর হয়ে থাকে।মানুষের মন জয় করতে হলে সুন্দর কথার কোনো বিকল্প নেই।কথা এমন একটি জিনিস যা দিয়ে মানুষের মন যেমন জয় করা যায় ঠিক তেমনই মানুষকে কষ্ট দেওয়া বা অপমানও করা যায়।আমি সারাজীবন ভর মানুষের সাথে সবসময়ই ভালো আচরণ করেছি এবং তারজন্য সবার কাছে অনেক ভালোবাসা পেয়েছি যা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি।

IMG_20240903_212805.jpg

আজ কয়েকদিন ধরে খুবই শারীরিক ভাবে অসুস্থ বোধ করছি।প্রচন্ড মাথার যন্ত্রণায় ভুগছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়।কয়দিন একেবারেই বিছানা শয্যাশায়ী হওয়ার মতো অবস্থা বলা চলে।মাথার যন্ত্রণায় কানে কম শুনছি চোখেও দেখতে সমস্যা হচ্ছে এরকম অনুভব করছি।সবমিলিয়ে অনেক কষ্টে দিন পার করছি।কাজকর্ম মানুষের সাথে কথা বলা সবকিছুই বাদ বলা চলে।আমার জীবনে শুভাকাঙ্ক্ষীর অভাব কখনোই ছিলো না এখনো নেই।আমার আশেপাশে প্রচুর শুভাকাঙ্ক্ষী রযেছে যারা সবাই কমবেশি আমার খোঁজখবর রাখে।মাঝে মাঝে আমি সময় স্বল্পতার কারণে সবসময়ই কথা বলতে পারি না তখন অনেকেই মন খারাপ করে।

পারিপার্শ্বিক কিছু কারণে অনেক বেশি চিন্তিত ছিলাম এবং দিনের পর দিন ঘুমাতে পারিনি।প্রায় ২১ দিনের মতো রাত জেগে ছিলাম।তারপর সেদিন রাতে হঠাৎ মনে হচ্ছিলো আমি স্ট্রোক করবো অস্থির হয়ে যাচ্ছিলাম মনে হলো ঠান্ডা জল দিয়ে স্নান করলে হয়তো ভালো লাগবে এই ভেবে তাড়াতাড়ি স্নান সেরে নিলাম।স্নান করার পর একটু ভালো লাগলো তখন মনে হলো শরীরে একটু শান্তি লাগলো।এরপর থেকে প্রতিদিন ঘুমানোর আগে স্নান করে ঘুমাতে যাই আর এতেই ঘটে বিপত্তি।তারপর থেকে শুরু হলো মাথার যন্ত্রণা। প্রতিদিন ঘুমের ওষুধ মাথার ব্যথার ওষুধ আরও কতকিছু চেষ্টা করছি একটু যন্ত্রণা কমানোর জন্য কিন্তু কিছুতেই কমছিলো না।তারপর সিদ্ধান্ত নিলাম ডাক্তারের কাছে যেতেই হবে তা নাহলে আর থাকা সম্ভব হচ্ছে না।

ইবনে সিনায় কল দিলাম ডাক্তারের সিরিয়ালের জন্য কিন্তু দূর্ভাগ্যবশতঃ সিরিয়াল পেলাম না রাতে যোগাযোগ করতে বললো।দুপুরের দিকে হঠাৎ আমার পরিচিত একজন আমাকে বার বার কল দিচ্ছিলো আমি কল রিসিভ করলাম না শুধু মেসেজ দিলাম আমি অসুস্থ কথা বলতে পারবো না।তখন উনি জিজ্ঞেস করলো কি হয়েছে? আমি বিস্তারিত জানালাম।তখন সে আবারও কল করলো আমি কল রিসিভ করলাম তারপর সে আমাকে বললো তোমার কি সাইনাস এর সমস্যা আছে? আমি বললাম হ্যাঁ আছে তো!তখন বললো তোমার ডাক্তারের কাছে যেতে হবে না আগের যে ওষুধ আছে সেগুলো খাও আর কিছু নিয়ম মেনে চলো তাহলেই ঠিক হয়ে যাবে।কথাটা শোনার পর কেনো জানি মনে হলো আমার তো এই সমস্যার কথা মনেই ছিলো না!ওনার কথা শোনার পর আমি সাথে সাথে ফেনাডি, নাপা আর সাথে আগের ওষুধ খেয়ে নিলাম আর গরম জল খাওয় সাথে নাক দিয়ে গরম জল ও ম্যানথল ভাপ নেওয়া শুরু করলাম।ঘন্টাখানেক এর ভিতরে আমি অনেকটাই আরাম বোধ করলাম।অথচ আমি কয়দিন কি পরিমাণ কষ্ট ভোগ করেছি তা বলার মতো না।এরপর দুইদিন একইভাবে নিয়ম করে চলছি আজ অনেকটাই ভালো বোধ করছি।ডাক্তারের কাছে গেলে কতো টাকা খরচ হতো তার কোনো ঠিক নাই।তার কারণ হলো ডাক্তারের কাছে যাওয়া মানেই বিভিন্নরকম টেস্ট ওষুধ এগুলোর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই।আমার সেই শুভাকাঙ্ক্ষীর কথা শুনে শারীরিক ভাবে সুস্থ হলাম এবং সেইসাথে অনেক গুলো টাকাও বেঁচে গেলো।সেই শুভাকাঙ্ক্ষীর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।🙏

আসলে মানুষের সৎ পরামর্শ বা ভালো কথা সবসময়ই মানুষের কল্যাণ বয়ে আনে।তাই আমাদের সকলের উচিত সৎপরামর্শ দিয়ে মানুষের উপকার করা।

IMG_20230307_020842.png

বাংলা উইটনেস

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 
 2 months ago 

অসুস্থ হইলে এসব আসলে মনে থাকেনা। যাইহোক, সুস্থ্য হয়েছেন জেনে ভালো লাগলো। এমন শুভাকাঙ্ক্ষী সবারই প্রয়োজন।

 2 months ago (edited)

কমেন্ট দুইবার করা হয়েছে তাই ডিলিট করা হলো।🙏

 2 months ago 

ঠিক বলছেন ভাইয়া মানুষ অসুস্থ থাকলে অনেক কিছুই ভুলে যায়।সত্যিই তাই জীবনে শুভাকাঙ্ক্ষীর খুবই প্রয়োজন।ধন্যবাদ ভাইয়া।

🌞হ্যা অতসী চাকী! 👋 I'm so glad you shared your love for cooking new recipes and exploring new places! 😊 You're absolutely right, "ভাল কাজের, ভাল ফল" is the key to a happy and fulfilling life. 💪

I completely agree with your passion for trying out new things and spreading positivity. Your enthusiasm is contagious and makes me want to join in on the fun! 🎉

By the way, have you tried making any new recipes recently? I'd love to hear about them! And if you're up for it, let's plan a virtual trip together to explore some amazing destinations! 🗺️

Also, don't forget to cast your vote for @xpilar.witness by heading over to https://steemitwallet.com/~witnesses. Every vote counts, and with your support, we can continue to grow and thrive as a community! 💕

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 92456.60
ETH 3136.76
USDT 1.00
SBD 3.21