বিউটি পার্ক এ ঘোরাঘুরি করার কিছু সুন্দর মুহুর্ত।
হ্যালো
আমার বাংলা ব্লগবাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।
ঘোরাঘুরি করতে সবারই অনেক ভালো লাগে।কিন্তু আমরা যেখানে বসবাস করি সেখানে ঘোরাঘুরি করার মতো তেমন কোনো দর্শনীয় স্থান বা পার্ক নেই।ঘুরতে গেলে বগুড়ায় যেতে হয়।কিন্তু বাচ্চাদের পড়াশোনা বা সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার কারনে বাইরে তেমন ঘুরতে যাওয়া হয়।অনেকদিন ধরেই সবার মুখে শুনছিলাম যে গোবিন্দগঞ্জ ও বগুড়ার মাঝামাঝি একটি সুন্দর পার্ক হয়েছে।আমাদের এখানকার মোটামুটি সবাই দেখে এসেছে।কিন্তু আমি সময় সুযোগ এর অভাবে বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতে পারিনি।কয়েকদিন আগে আমার মেজো বৌদি @shapladatta আমার বাসায় ঘুরতে আসে তার মেয়েকে নিয়ে।তাই ভাবলাম সবাই মিলে বিউটি পার্ক এ ঘুরতে যাই।তাই শাপলা দত্ত বৌদি তার মেয়ে এবং আমার দুই মেয়েকে নিয়ে গিয়েছিলাম।যেহেতু আমরা প্রথমবারের মতো যাচ্ছি সেই জন্য রাস্তাঘাট বেশি ভালো করে চিনি না, তাই সাথে আমরা বৃত্তকে সাথে নিয়ে গিয়েছিলাম।সবার প্রথমে আমরা একটি অটো নিয়ে বিউটি পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম।তারপর ৪০ মিনিট পথ জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম বিউটি পার্কে।
ভিতরে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য ছিলো ৫০ টাকা।তারপর আমরা ৬ জনের জন্য টিকিট কেটে বিউটি পার্কের ভিতরে প্রবেশ করলাম প্রথমে গিয়ে আমরা একটি বেঞ্চ এর উপরে বসে কিছু ছবি তুললাম।তারপরে আমার ছোট মেয়ে এবং মেজো বৌদির মেয়ে বায়না করলো সুইমিংপুলে নামবে,তাই ওদেরকে নিয়ে চলে গেলাম সুইমিংপুলে। যার জনপ্রতি মূল্য ছিলো ১০০ টাকা দুইজনের জন্য দুটো টিকিট কেটে নিলাম।তারপরে শুনলাম একজন করে অভিভাবক বাচ্চাদের সাথে যেতে পারবে।তাই আমি ওদের সাথে ভিতরে প্রবেশ করলাম। আমি সুইমিং পুলের সামনে দাঁড়িয়েছিলাম এবং ওরা দুজন সুইমিং করছিলো, সুইমিংপুলে ওরা অনেক মজা করছিলো। তারপর সুইমিং শেষ করে ওরা আবার বায়না করলো রকেট রাইডে উঠবে।
তাই ওদেরকে নিয়ে আবার চলে আসলাম রকেট রাইড এর কাউন্টারে যার জনপ্রতি মূল্য ছিলো ৩০ টাকা।রকেট রাইডে আমার দুই মেয়ে ও মেজো বৌদির মেয়ে উঠেছিলো। কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম একটি মাছ ভর্তি জলাশয়ে।সেখানে গিয়ে আমরা কিছু ছবি তুললাম তারপর আমরা শুনলাম কিছুক্ষণ পরে বিউটি পার্টি বন্ধ হয়ে যাবে তাই আমরা ছবি তুলে সেখান থেকে চলে আসলাম। আমরা যেই অটোতে করে গিয়েছিলাম সেই অটোতে করে আবার ফিরে আসলাম।যেহেতু বিউটি পার্কে খাওয়ার ব্যবস্থা ভালো ছিলো না সেজন্য ওখানে কিছু খেতে পারিনি। তারপর গোবিন্দগঞ্জে এসে একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম।
বিউটি পার্ক এ আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম।তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম,আর বাকি অংশ গুলো পরবর্তী সময়ে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করবো।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
পোস্টের | বিবরণ |
---|---|
পোস্ট | ঘোরাঘুরি |
লোকেশন | বিউটি পার্ক |
ডিভাইস | Vivo Y30 |
ফটোগ্রাফার | @bristychaki |
OR
বিউটি পার্ক এ ঘোরাঘুরি করতে গিয়ে চমৎকার সময় উপভোগ করেছেন। আসলে এমন জায়গায় ঘুরতে গেলে এমনিতেই ভীষণ ভালো লাগে। সুইমিং তো দেখছি অনেক বড়। আপু ভিডিও দেখতে পারছিনা।
দুঃখিত ভাইয়া আমি বুঝতে পারিনি যে ভিডিও টি দেখা যাচ্ছিলো না।আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।সুইমিংপুল টা মোটামুটি বেশ বড়ই ছিলো ভাইয়া,তাই বাচ্চারা বেশ আনন্দ উপভোগ করেছে।ধন্যবাদ ভাইয়া।
আপনাদের সবারই পার্কে ঘোরাঘুরি এবং ইনজয় দেখে আমারও খুব লোভ লাগছে। আমার ইচ্ছে হচ্ছে এখনি চলে যাই । আগে বলতেন আমি আপনাদের সাথে যেতাম। আপনাদের আর বাচ্চাদের ইনজয় দেখে আমার খুব ভালো লাগলো। আসলে মাঝে মধ্যে বাচ্চাদের ঘুরতে নিয়ে গেলে ওদের মনটা খুব ভালো থাকে। গোবিন্দগঞ্জ ও বগুড়ার মাঝামাঝি যে, এত সুন্দর একটা পার্ক আছে জানতাম না। আরও কোন একদিন আপনাদের সাথে চলে যাব ইনশাল্লাহ। ভালো থাকবেন ।শুভকামনা রইল।
চলে আসেন আপু একদিন সবাই মিলে ঘুরতে যাবো।সবাই মিলে ঘুরতে গেলে বেশ আনন্দ লাগে,আপনার সাথে ঘুরাঘুরি করলে তো আরো বেশি আনন্দ পাবো।আপু আপনার অপেক্ষায় রইলাম।ধন্যবাদ।
থাকেন থাকেন। একদিন ঠিকই চলে আসবো কিন্তু।
আন্টি সবাই মিলে বিউটি পার্কে গিয়ে অনেক মজা করেছেন দেখে মনে হচ্ছে। এরকম সুন্দর সুইমিং পুল দেখলে ইচ্ছা করে স্নান করতে। আন্টি আপনার ভিডিওতে ইউটিউব কর্তৃপক্ষ এজ রেস্ট্রিক্টেড দিয়েছে তাই ভিডিওটি দেখতে পারলাম না। ইউটিউবে গিয়ে সেটিং গুলো ঠিক করে নিলে ভিডিওটি দেখতে পারতাম। অসংখ্য ধন্যবাদ আন্টি সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুইমিংপুল এ স্নান কখনো করিনি,যখন বাচ্চারা স্নান করছিলো তখন আমারও খুব ইচ্ছে করছিলো।হ্যাঁ বাবু তোমাদের কমেন্ট এর কারনে বিষয় টি আমার নজরে আসলো।ভিডিও টি আবার নতুন করে দেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ বাবু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য। আপনার জন্য সব সময় শুভকামনা রইল আন্টি।
তোমার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো বাবু।❤️🥰
🥰💕🥰
গোবিন্দগঞ্জ ও বগুড়ার মাঝামাঝি তাহলে খুব সুন্দর একটি পার্ক রয়েছে জানতে পারলাম। কখনো সময় হলে অবশ্যই ঘুরে আসবো। এমন সুন্দর জায়গায় ঘুরতে যেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি আপনার মেয়েরা এত সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে খুব খুশি হয়েছে। আপনার মেয়েরা সুইমিংপুল এ গোসল করছে দেখে আমারও ইচ্ছে করছে সেখানে চলে যাই। আমারও কখনো সুইমিংপুলে নামা হয়নি। ধন্যবাদ আপু এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু বিউটি পার্ক জায়গাটা আসলেই অনেক সুন্দর একটি জায়গা।যদি সুযোগ হয় ঘুরে আসবেন আশাকরি আপনারও অনেক ভালো লাগবে।আমারও অনেক ইচ্ছে করছিলো সুইমিংপুল এ গোসল করতে।ধন্যবাদ আপু।
দিদি বিউটি পার্ক এ বেশ ভালোই সময় কাটিয়েছেন। আসলে দিদি মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। আর বাচ্চারা বিভিন্ন রাইডে চড়তে অনেক পছন্দ করে। সবাইকে নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বি আপু মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে গেলে ভালোই লাগে।সবাই মিলে অনেক আনন্দ করেছি।ধন্যবাদ আপু।
নামের সাথে পার্কের মিল আছে।সত্যি খুব সুন্দর পার্কটি।একদম মনোরম ও নিরিবিলি পরিবেশ। বিউটি পার্কে গিয়ে খুব ভালো লেগেছে। আবারও কখনো সময় করে যেতে হবে বিউটি পার্কে।ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে পোস্ট টি শেয়ার করার জন্য।
ঠিক বলেছো নামের সাথে পার্কের দৃশ্যের মিল আছে।তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য।
শাপলা দত্ত আপনার মেজো বৌদি আজই জানলাম।সবাই মিলে বিউটি পার্কে খুব আনন্দে কাটালেন।সবাইকে একসাথে দেখে ভীষণ ভালো লাগলো।এই পার্কের টিকিট ৫০ টাকা।সত্যি পার্কটা অনেক সুন্দর।এর নামকরন সার্থক হয়েছে।ধন্যবাদ আপু সময়টাকে উপভোগ করার জন্য। সব সময় হাসি আনন্দে থাকবেন এমনটাই আশাকরি। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
বাচ্চারা সকলেই সুইমিং পুলের অংশটা খুব বেশি ইঞ্জয় কতেছে তা তাদের ছবি দেখলেই বোঝা যাচ্ছে। আরো বেশ কয়েকটা রাইড রয়েছে। সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছো দেখে দূর থেকেও ভালোই লাগছে। তোমাকে ধন্যবাদ দিদিভাই এমন সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাঁ মনা হয় ওরা খুব এনজয় করেছিলো।ছোট জায়গায় মধ্যে সীমাবদ্ধ হলেও পার্কে বেশকিছু রাইড ছিলো যা বাচ্চাদের জন্য খুবই খুশির ব্যাপার।ধন্যবাদ মনা।