নতুন নতুন সব কিছুরই যত্ন থাকে আপু। তাইতো কিছুদিন রেখে দেয় তারপর আবার ফেলে দেয়। যাইহোক এগুলোই তো বাচ্চাদের কাজ। তারা যে কিছুদিন রাখে এটাই তো বড় বিষয়। খুব সুন্দর একটা পেন্সিল বক্স তৈরি করেছেন আপু। দারুন হয়েছে এটা দেখতে। তবে তৈরি করতে সময় লেগেছে তা বোঝা যাচ্ছে।