মানুষের চাহিদার শেষ নেই তাই যত চাহিদা থাকবে ততই দুঃখ থাকবে। সেজন্য মূলত অল্প চাহিদায় এবং অল্প কিছুতেই সুখে থাকাই ভালো এবং এতে করেই সুখের ছোঁয়া পাওয়া যায়। অন্যথায় হরেক রকমের আশা যদি থেকে থাকে তার মাঝে হতাশ হতে হয়। ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন ধন্যবাদ আপনাকে।