You are viewing a single comment's thread from:
RE: লাইফ স্টাইলঃ-আমার বাংলা ব্লগ সদস্য নেভলু ভাইয়া এবং বৃষ্টি আপু সাথে কাটানো সুন্দর একটি মুহূর্ত।
আপু সেই সময়টা এত বেশি আনন্দের ছিল যে কখনোই ভোলার মত নয়।নিভৃত এবং আদিলা দুজনেই বেশ ভালো সময় কাটিয়েছিল। কারণ দুজনে বেশ খুনসুটি করেছিল। তাদের এই মুহূর্তগুলো যখন দেখছিলাম খুবই ভালো লাগছিল। আর কক্সবাজারের কথা মনে পড়লে আপনাদের কথা মনে পড়ে যায়। মনে হয় যেন সেখানে আমাদের এক টুকরো অংশ রয়ে গিয়েছে। খুব ভালো লাগলো আপনার পোস্টটা পড়ে। এত সুন্দর করে কথাগুলো লিখেছেন যে একদম মুগ্ধ হয়ে গেলাম আপু। তবে আমার কাছে খুব খারাপ লেগেছিল। কারণ এইবার ভাইয়ার সাথে আমার দেখা হয়নি। গতবার অবশ্য দেখা হয়েছিল সেই মুহূর্তগুলো ভালোভাবে এনজয় করেছিলাম। আপনি অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের মাঝে সময় দিয়েছিলেন এটাই তো আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়।
হ্যাঁ আপু আমার মেয়েরাও নিভৃতের কথা বলতে থাকে সব সময় ।আর তাকে তো পেলে মেয়েরা অনেক বেশি খুশি হয়। আশা করি আবারও আসবেন আপনাদের সাথে আবার দেখা হবে।
কক্সবাজার যতবার যাবো ততবারই যেন ভালো লাগবে আপু। আর আপনারা আছেন সেখানে এজন্যই বারবার যেতে ইচ্ছে করে।