শপিংপ্রেমী মানুষের কাছে এই কথা শুনতেই অবাক লাগছে, হাহাহা। সত্যিই আপু আপনি তো প্রতিমাসেই শপিং করতে যেতেন। আর এখন এটা ভালো লাগে না বলছেন। যাই হোক এটা সত্য কথা কারণ অনেক সময় চলে যায় শপিং এর পিছনে। আমি নিজেও বার্গেনিং করতে একদমই পছন্দ করিনা। এজন্য সবসময় হাসবেন্ডকে নিয়ে যাই। একা একা শপিং করতে তো আমার একদমই ভালো লাগেনা।