বাচ্চাদের কথা কি বলবো আমার নিজের কাছেও পিৎজ্জা খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় তিনটা পিৎজ্জা বাসায় তৈরি করেছিলাম। অসম্ভব মজার ছিল। তবে বাসায় তৈরি করলে একটা সুবিধা হল চিকেনের পরিমাণ খুব বেশি করে দেয়া যায়। বাচ্চাদের আবদারে আপনি বাসায় চিকেন পিজা তৈরি করছেন দেখে খুব ভালো লাগলো। আমার তো ইচ্ছে করছে এখান থেকে নিয়ে খেয়ে ফেলি।