এরকম লাউ দিয়ে পায়েস তৈরি করে খাওয়া হয়েছে একবার। খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনার রেসিপিটা তো একদম মুখে লেগে থাকার মতই দেখতে হয়েছে। আমার তো ইচ্ছে করছে এখান থেকে একটু নিয়েই খেয়ে ফেলি। অনেকেই আছে এভাবে রান্না করতে পারে না তাদের জন্য খুব সহজ হবে আপনার রেসিপিটা।
কি আর করা খাওয়াতে তো পারছি না। তবে বানিয়ে খেতে পারেন। আসলেই মুখে লেগে থাকার মতো স্বাদ ছিল। ধন্যবাদ আপু।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
জি আপু,এত দূর থেকে ইচ্ছে করলেও কেউ কাউকে কিছু খাওয়াতে পারে না এটাই আফসোস।