নদীর স্রোত যেমন ফিরিয়ে আনে না
ভাসিয়ে নেওয়া কচুরিপানাকে,
আমিও তেমনি একদিন মিলিয়ে গেলাম
অপরিচিত কোনো স্রোতের টানে।
এই লাইনগুলো একদম মন ছুঁয়ে গেল দিদিভাই।সবকিছু ভাসিয়ে নিয়ে গেলেও কোথাও যেন একটুখানি স্মৃতি থেকেই গেল। বিবর্ণ দেয়ালে কিংবা কোনো পাতায় নামটা যেন লিপিবদ্ধ হয়েই রইলো। দারুণ, দারুণ মুগ্ধ হয়ে গেলাম কবিতাটা পড়ে।