জীবন মানে খারাপ ভালোর সমাহার।জীবনে অতীত মানে কখনো ভালো স্মৃতি আবার কখনো খারাপ স্মৃতি।তবে ভালো সময় গুলো আমাদের আনন্দ দিলেও অতীতের দুঃখগুলো আমাদের মনটাকে বিষিয়ে তুলে।মানসিকভাবে অশান্ত করে তোলে। দুঃখগুলো কারো সাথে শেয়ার করলেও ভালো লাগে। যাইহোক খুব সুন্দর একটা কথা নিয়ে আলোচনা করেছেন।
দুঃখ আর আনন্দ দুইটা নিয়েই আমাদের জীবন। দুঃখগুলো শেয়ার করলে ভালো লাগে।