You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৭
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একা,
নিশ্চুপ ভাবনায় বিভোর হয়ে,
স্বপ্নের বালুচরে সময় গুনি,
স্বপ্ন কি আদৌ পূর্ণ হবে?
তবুও মন স্বপ্নের নৌকা বায়,
যায় বহুদূর দূর অজানায়।