মেয়েদের কাজ তো এটাই আপু রান্নাবান্না করে অন্যদের বেড়ে খাওয়ানো। নিজের খাওয়াটা তো নিজেকেই করতে হয়। আর আন্টি হয়তো ঠিক বলেছেন একটা সময় আপনাকে সবকিছু করতে হবে। কারণ এখন তো আর সংসার বাচ্চা কাচ্চা নেই তখন যখন সংসার হবে তখন আপনাকে করতে হবে হাহাহা। যতদিন সুখে আছেন দিন কাটিয়ে নিন পরে এটা নাও পেতে পারেন। যেমন আমরা এখন এই সুখটা পাচ্ছি না।