অর্থাৎ তার প্রতিদান হিসেবে তারা কিছুই পায় না শুধুমাত্র লাঞ্ছনা, গঞ্জনা এবং অস্বীকৃতি ছাড়া।
আপনার এই কথার সাথে আমি একদম একমত।মানে পুরো পোস্টে যে কথাগুলো বলেছেন যেন আমার মনের কথাগুলোই বলেছেন। এমন পরিস্থিতির স্বীকার আমি এবং আমরা দুজনে। যদিও বিস্তারিত বলার ইচ্ছে নেই তবুও কিছু কথা বলার থাকে। যারা সারাজীবন সবার ভালো চিন্তা করে দিনশেষে তারাই দোষী হয়।